ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিজিবি-বিএসএফ রাখিবন্ধন

প্রকাশিত: ০৪:১২, ২৭ আগস্ট ২০১৮

বিজিবি-বিএসএফ রাখিবন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হিলি সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতিবোধ বজায় রাখতে বিএসএফ’র উদ্যোগে ‘রাখিবন্ধন’ উৎসব পালিত হয়েছে। হিলি সীমান্তের শূন্য আঙ্গিনায় দুই বাহিনীর মাঝে রাখিবন্ধন উৎসবটি যেন মিলনমেলায় পরিণত হয়। ভারত হিলির বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ওই অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফকে রাখি পরিয়ে দেয়। সীমান্তে দায়িত্ব পালন করতে সহায়ক ভূমিকা রাখার জন্য একে অপরকে মিষ্টি খাইয়ে ও হাতে রাখি বেঁধে ভাইবোনের সম্পর্ক স্থাপন করাই ছিল সীমান্ত বাহিনীদের মধ্যে এই উৎসবের লক্ষ্য। রবিবার বেলা ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ পিলারের পাশে চেকপোস্ট শূন্যরেখায় অনুষ্ঠিত হয় রাখিবন্ধন উৎসব। এ সময় বিএসএফ নারী সদস্যরা বিজিবি সদস্যদের হাতে রাখি বেঁধে দিয়ে উভয়ের মধ্যে মঙ্গল ও সম্প্রীতি কামনায় বিজিবি সদস্যদের মিষ্টি খাইয়ে দেন।
×