ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ ॥ নিহত এক

প্রকাশিত: ০৪:০৮, ২৭ আগস্ট ২০১৮

 নরসিংদীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ ॥ নিহত এক

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কামাল (৩০) নিহত ও ১০ বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। বেলাব উপজেলার সররাবাদ গ্রামে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের কায়া বাড়ির সেলিম মিয়া নামে এক সিএনজি চালক শনিবার রাতে সিএনজি চালিত অটোরিক্সা চালিয়ে তার নিজ বাড়ি ফেরার পথে একই গ্রামের নয়ন বেপারির বাড়ির মোস্তফা মিয়ার ঘরের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে দু’ জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলে গ্রামবাসীরা মীমাংসা করে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও সিএনজি চালক সেলিম মিয়া ও তার বাড়ির লোকজন প্রতিপক্ষ মোস্তফা মিয়ার বাড়িতে রবিবার সকালে হামলা চালায়। এতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয় এবং সেলিম মিয়ার বাড়িসহ কায়া বাড়িতে দুপুরের দিকে গ্রামবাসীরা হামলা চালায় এবং ১০ বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এ সময় পার্শ¦বর্তী সাহেব বাড়ির লোকজন বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে গেলে কামালকে (৩০) মারপিট করে। আহত কামালকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পথে রবিবার বিকেল সাড়ে ৩টায় সে মারা যায়। . কলাপাড়ায় সন্ত্রাসী হামলা নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, পটুয়াখালীর কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের কৃষক নিজাম খলিফার বাড়িঘরে হামলা, মারধর ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টায় লুৎফর খলিফার ভাড়াটে সন্ত্রাসী হাসানের নেতৃত্বে ইউনুস, সুজন ও জিহাদ এ হামলা চালায়। এ সময় নিজাম খলিফার ঘরের বেড়া কুপিয়ে নষ্ট করা হয়েছে। তছনছ করা হয়েছে ঘরের আসবাবপত্র। এদের মারধর ও লাঞ্ছিতের শিকার হয় গৃহকত্রী ফরিদা বেগম, তার মেয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী লিজা ও ছেলেবউ রিনা বেগম। তুচ্ছ ঘটনার জের ধরে এ ঘরে ঢুকে হামলা-ভাংচুরে গ্রামজুড়ে আতঙ্ক দেখা দেয়। জানা গেছে, নিজাম খলিফার জমি চাষাবাদ করছিলেন পাওয়ার টিলার চালক লুৎফর রহমান। তিনি কিছু জমি চাষাবাদ বাকি রাখেন। এ নিয়ে তাগিদ দেন নিজাম খলিফা। এতেই বিপত্তি। কথা কাটাকাটি। বাগ্বিত-ায় গড়ায়। এর প্রতিশোধ নিতে সন্ত্রাসী ভাড়া করে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনা ঘটানো হয়। .
×