ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসে ছয় দফা বাস্তবায়ন দাবি

প্রকাশিত: ০৪:০৩, ২৭ আগস্ট ২০১৮

 ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসে ছয় দফা বাস্তবায়ন দাবি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়ীতে কয়লা খনিবিরোধী আন্দোলনে সংঘটিত ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ১২ বছর পালিত হয়েছে। রবিবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও পৃথকভাবে দিবসটি পালন করে সম্মিলিত পেশাজীবী সংগঠন। সকাল ৮টা ১ মিনিটে জাতীয় শোক পতাকা উত্তোলন, সকাল ৮টা ৩০ মিনিটে কালো ব্যাজ ধারণ, সকাল ১০টায় শোক র‌্যালি ফুলবাড়ী শহর প্রদক্ষিণ, সকাল সাড়ে ১০টায় শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টা ১ মিনিটে শহরের নিমতলা মোড়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিকালে মসজিদ, মন্দির এবং গির্জায় দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আয়োজনে বেলা ১১টায় নিমতলা মোড়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সিপিবি নেতা জয়প্রকাশ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, নেতাদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সারা দেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ফুলবাড়ী ট্র্যাজেডির ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে আমরা কর্মসূচী করে সরকারের কাছে দাবি জানিয়েছি বড়পুকুরিয়া খনির কয়লা লোপাটের সঙ্গে মন্ত্রী-এমপি ও উপদেষ্টারা জড়িত। তাদেরও বিচার করতে হবে। তদন্তের নামে অতীতের মতো যদি কয়লা লোপাটের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয় তাহলে জাতীয় কমিটি গণআন্দোলনের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গণআদালতে দোষীদের বিচার করতে বাধ্য হবে।
×