ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু রোকসানার নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

প্রকাশিত: ০৪:০২, ২৭ আগস্ট ২০১৮

 শিশু রোকসানার নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৬ আগস্ট ॥ ঢাকায় দশ বছরের শিশু রোকসনার ওপর অমানবিক নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে হিউম্যান ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) নড়াইল জেলা শাখা ও নড়াইলের সচেতন নাগরিকবৃন্দ আয়োজনে আদালত সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে রবিবার দুপুরে ইউএস বাংলা গ্রুপের ডিএমডি মাহাবুব ঢালী’র সার্বিক সহযোগিতায় রোকসানার উন্নত চিকিৎসার জন্য নড়াইল হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। মানববন্ধন শেষে নড়াইলের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিশুর শারিরীক নির্যাতন ও শিশুধর্ষণ দিন দিন বেড়েই চলেছে। প্রায়সই এ ঘটনা ঘটে আসছে। নড়াইলে এ যাবতকাল ঘটে যাওয়া নির্যাতনকারীদের তেমন কোন উল্লেখ্যযোগ্য শাস্তি না হওয়ায় অমানবিক নির্যাতন প্রতিনিয়ত ঘটেই চলেছে। এ সময় বক্তব্য রাখেন, হিউম্যান ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) নড়াইল জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট এসএ মতিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পরিতোষ বাগচী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, অবসরপ্রাপ্ত শিক্ষক আঞ্জুমান আরা, হিউম্যান ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ)এর সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।
×