ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বান্দরবানে শিল্পী সমাজের অনুষ্ঠানে সম্মান জানানো হবে রাজাকারকে !

প্রকাশিত: ০৪:০২, ২৭ আগস্ট ২০১৮

 বান্দরবানে শিল্পী সমাজের  অনুষ্ঠানে সম্মান জানানো  হবে রাজাকারকে !

নিজস্ব সংবাদদাতা,বান্দরবান, ২৬ আগস্ট ॥ বান্দরবান পার্বত্য জেলায় এবার সাংস্কৃতিক কর্মীদের শিল্পী সমাজের অনুষ্ঠানে ৭১ সালের এক রাজাকারকে সম্মান জানানোর প্রস্তুতি নেয়া হয়েছে, আর এই বিষয়টি প্রকাশ হওয়ায় জেলায় ব্যাপক আলোচনা চলছে, অনেকে প্রকাশ করেছে ক্ষোভ। জানা গেছে, জেলার ১১টি আদিবাসী জাতিগোষ্ঠীসহ বাঙালীদের বৈচিত্র্যময় সাংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য যারা নিরন্তরভাবে স্বাধীনতার আগে থেকে কাজ করে ছিলেন এবং বর্তমানে যারা অবদান রাখছেন তাদের কথা স্মরণের জন্য আগামী ১ সেপ্টেম্বর বান্দরবানের কেএসআই মিলনায়তনে শিল্পী সমাজের ব্যানারে জেলার শিল্পীদের মিলনমেলার আয়োজন করা হচ্ছে। উক্ত আয়োজনে সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রয়াত শিল্পীদের উদ্দেশে এক মিনিট নীরবতার মাধ্যমে স্বরণ করার আয়োজন থাকছে। অনুষ্ঠানে জেলার দেড় শতাধিক বিভিন্ন ক্যাটাগরির শিল্পীর পাশাপাশি অতিথি হিসেবে জেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আরও জানা গেছে, অনুষ্ঠান আয়োজকদের মধ্যে অনেকে শিল্পী না হলেও সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে অনুষ্ঠানের একটি লিফলেটে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশ বিরোধী কর্মকান্ডে জড়িত আবদুর রশীদ মাস্টার নামের এক রাজাকারের নাম থাকায়। যিনি মহান মুক্তিযুদ্ধের সময় দেশবিরোধী কর্মকান্ডে জন্য বান্দরবান জেলায় বেশ পরিচিত। অনুসন্ধানে জানা যায়, বান্দরবানে পৌর এলাকার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা আবদুর রশিদ মাস্টার, যিনি মুজিব বাহিনীর করা রাজাকারের তালিকায় এ আর মাস্টার নামে তিন নম্বরে আছেন। আর প্রয়াত এই রাজাকারকে অভিনয় শিল্পী ক্যাটাগরিতে দুই নম্বরে নাম রেখে তালিকাভুক্ত করা হয়েছে। শিল্পী সমাজের অনুষ্ঠানে অন্যদের পাশাপাশি তাকেও এক মিনিট নীরবতার মাধ্যমে স্মরণ করা হবে। আর এই বিষয়টি প্রকাশ হওয়ার পর বান্দরবান জেলার প্রগতিশীল মানুষ ও স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন। বান্দরবান জেলার মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চৌধুরী বলেন, চেয়ারম্যান পাড়ার প্রয়াত আবদুর রশিদ মাস্টার মুজিব বাহিনীর করা রাজাকারের তালিকায় এ আর মাস্টার নামে তিন নম্বরে আছেন। আরও জানা গেছে, মহান মুক্তিযুদ্ধের সময় এই রাজাকার বান্দরবানের হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের লোকজনকে ধর্মান্তরিত, নির্যাতন ও তাদের ঘরবাড়িতে লুটপাট করেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় কাদের স্বার্থে বান্দরবানে প্রগতিশীল চেতনা লালন করা সাংস্কৃতিক কর্মীদের আসন্ন বড় একটি আয়োজনে একজন রাজাকারকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করতে উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে, এই প্রশ্ন এখন জেলা জুড়ে। এই বিষয়ে অনুষ্ঠানে কিছু অসঙ্গতি রয়েছে বলে স্বীকার করে অনুষ্ঠানের আহ্বায়ক চথুই ফ্রু মার্মা বলেন, চেয়ারম্যান পাড়ার বাসিন্দা আবদুর রশিদ মাস্টার রাজাকার কিনা এটা দেখার বিষয় নয়, আমরা উনাকে অভিনয় শিল্পী হিসেবে সম্মান জানাব।
×