ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবৈধ যানের দখলে মহাসড়ক ॥ বাড়ছে দুর্ঘটনা

প্রকাশিত: ০৪:০১, ২৭ আগস্ট ২০১৮

 অবৈধ যানের দখলে মহাসড়ক ॥ বাড়ছে  দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৬ আগস্ট ॥ কলাপাড়ার মহাসড়ক এলাকা এখন ভাড়াটে হোন্ডা ট্রলি চালকসহ একটি চাঁদাবাজ চক্রের দখলে। প্রশাসনের কারও নিয়ন্ত্রণ নেই। ফ্রি-স্টাইলে চলছে অবৈধ এসব যানবাহন। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বাড়ছে হতাহতের সংখ্যা। কলাপাড়া-কুয়াকাটাগামী মহাসড়ক দখল করে এসব যানবাহনের অবৈধ স্ট্যান্ড করা হয়েছে। দূরপাল্লার বিভিন্ন রুটের অন্তত অর্ধশত পরিবহন বাস ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করতে গিয়ে অবৈধ হোন্ডাসহ, টমটম, ব্যাটারিচালিত অটোবাইক, মাহিন্দ্রার কারণে দুর্ঘটনার কবলে পড়ছে। অধিকাংশ ভাড়াটে হোন্ডায় তিনজন, এমনকি চারজন পর্যন্ত যাত্রী বহন করা হচ্ছে। অধিকাংশের হেলমেট নেই। নির্দিষ্ট পোশাক থাকার কথা, তা নেই। নেই বৈধ কাগজপত্র। এসব যানবাহন কেন্দ্রিক আবার লাখ লাখ টাকার চাঁদাবাজিও চলছে ফ্রি-স্টাইলে। সারাদেশে অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান চালানো হয়েছে। কিন্তু এই জনপদে কোন আইনী ব্যবস্থা নেয়া হয়নি। ফলে অনিরাপদ হয়ে গেছে মহাসড়ক। পুলিশসহ রাজনৈতিক সংগঠনের ক্যাডাররা এসব অবৈধ যানবাহন আটকে প্রতিনিয়ত চাঁদাবাজি করছে। এসব কখনও বন্ধ হয়না। কলাপাড়ায় অন্তত পাঁচ শ’ ভাড়াটে হোন্ডা রয়েছে। একই সংখ্যক ব্যাটারিচালিত অটোবাইক, রিক্সা রয়েছে। রয়েছে ছয় চাকার দৈত্যাকৃতির অর্ধশতাধিক ট্রলি কিংবা হামজা। এসব যানের অধিকাংশের বৈধ কাগজপত্র নেই। নেই চালকদের ড্রাইভিং লাইসেন্স। এসব বন্ধে কোন অভিযান না চলায় এখন মহাসড়ক সাধারণ মানুষসহ পর্যটকের কাছে অনিরাপদ হয়ে গেছে। অভ্যন্তরীণ সড়কগুলোতো এসব যানবাহনের দখলে। এসব নিয়ন্ত্রণে পুলিশসহ স্থানীয় প্রশাসন কোন আইনী পদক্ষেপ না নেয়ায় শিশুরা এসব হাল্কা ও ভারি যানবাহন চালিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে ফেলছে মানুষকে। যাত্রীসহ সাধরণ মানুষ জিম্মি রয়েছেন এ চক্রের কাছে। স্থানীয় আইন-প্রয়োগকারী সংস্থার দায়িত্বশীলদের গতানুগতিক মন্তব্য তারা সচেষ্ট রয়েছেন এসব বন্ধে।
×