ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ছাত্রীসহ দুই শিশুকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৪:০১, ২৭ আগস্ট ২০১৮

 রূপগঞ্জে ছাত্রীসহ দুই শিশুকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৬ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা সুইটি (১২) নামে এক স্কুলছাত্রী ও জুবায়েত (৬) নামে অপর এক শিশুকে পানিতে চুবিয়ে ও ছুড়িকাঘাত করে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াবো ও দিঘি বরাব এলাকায় ঘটে এ ঘটনা। শিশু জুবায়েত দিঘি বরাব এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও স্কুলছাত্রী সুইটি আড়িয়াবো এলাকার মোমেন মিয়ার মেয়ে। সুইটির মা আনোয়ারা বেগম জানান, তার মেয়ে সুইটি বরপা হাজী নুর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। গত শনিবার দুপুরে জুতা ছুড়ে ফেলাকে কেন্দ্র করে একই এলাকার আল-আমিনদের সঙ্গে আনোয়ারা বেগমদের ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই রবিবার সকালে জুতা কেনার জন্য বরপা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষ আল আমিন, জরিনা, শান্তা আক্তার, রিয়া আক্তার জোরপূর্বক নৌকায় উঠিয়ে নেয় সুইটিকে। এক পর্যায়ে নাসির মিয়ার মাছের প্রজেক্টে নিয়ে সুইটিকে এলোপাথাড়ি কিলঘুসি মারতে শুরু করে। এসময় ধারালো ব্লেড দিয়ে গলায় আঘাত করতে গেলে ডান হাতে লেগে রক্তাক্ত জখম হয়। পরে পানিতে ফেলে চুবিয়ে হত্যার চেষ্টা চালায় তারা। সুইটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অপরদিকে মোহাম্মদ আলীর দেয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, দিঘি বরাব এলাকার খালেক মজুমদারের ছেলে রবিউল মজুমদারের বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে। সকালে বাড়ির পাশের একক মীরের ডোবা ক্ষেতের সামনে খেলাধুলা করছিল জুবায়েত। এ সময় জুবায়েতকে চরথাপ্পড় মারে প্রতিপক্ষ রবিউল মজুমদার। এক পর্যায়ে বাম হাতের কব্জিতে ছুরিকাঘাত করে। পরে জুবায়েত চিৎকার শুরু করলে গলায় চেপে ধরে পানির নিচে চুবিয়ে হত্যার চেষ্টা চালায়। আশপাশের লোকজন জুবায়েতকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্ত রবিউল মজুমদার দৌড়ে পালিয়ে যায়।
×