ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালু

প্রকাশিত: ০৩:৫৯, ২৭ আগস্ট ২০১৮

  হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালু

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-আজহা উপলক্ষে ছয় দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। রবিবার সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। এর আগে ঈদ-উল-আজহা উপলক্ষে সোমবার থেকে এই স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়। গত শনিবার পর্যন্ত এই কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। হিলি স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জানান, ঈদ-উল-আজহা উপলক্ষে টানা ছয় দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। রবিবার থেকে তা ফের চালু হয়েছে।
×