ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যুক্তরাজ্য থেকে অবৈধপথে অর্থ পাঠানোর পরিমাণ বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৯, ২৭ আগস্ট ২০১৮

  যুক্তরাজ্য থেকে অবৈধপথে অর্থ পাঠানোর পরিমাণ বেড়েছে

যুক্তরাজ্য থেকে প্রবাসী আয় দেশে পাঠানোবিষয়ক মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক সঙ্কটে পড়েছে। এ জন্য দায়ী করা হচ্ছে, পাউন্ডের অব্যাহত দরপতনকে। সঙ্গে রয়েছে যুক্তরাজ্যজুড়ে চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা। ফলে বেড়েছে অবৈধপথে দেশে অর্থ পাঠানোর পরিমাণ। ব্রেক্সিটের পর থেকেই পাউন্ডের দরপতনে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ নিম্নমুখী। কোরবানির ঈদকে কেন্দ্র করে এই প্রবাহ বাড়ার আশা করেছিল মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলো। কিন্তু তাদের হিসাব বলছে, এ বছর যুক্তরাজ্য থেকে অর্থ পাঠানোর হার উল্টো কমেছে ৩০ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, ডলারের বিপরীতে পাউন্ডের দর পতন অব্যাহত থাকায় এখন অনেক প্রবাসীই বৈধপথে অর্থ না পাঠিয়ে বেছে নিচ্ছেন ভিন্ন পথ। তাই অবৈধপথে অর্থ পাঠানোর প্রবণতা ঠেকাতে বাংলাদেশ সরকারের সমন্বিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা। -অর্থনৈতিক রিপোর্টার
×