ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যস্ততা বেড়েছে আড়তে

প্রকাশিত: ০৩:৫৮, ২৭ আগস্ট ২০১৮

ব্যস্ততা বেড়েছে আড়তে

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোরবানির পশুর চামড়া সংগ্রহের শেষ পর্যায়ে এখন ব্যস্ততা বেড়েছে আড়তগুলোতে। বিভিন্ন জায়গা থেকে খুচরা ব্যবসায়ীরা তাদের কেনা চামড়াগুলো বেচতে আড়তে আড়তে ভিড় জমাচ্ছেন। আর আড়তেও শুরু হয়েছে চামড়া প্রক্রিয়াজাতকরণ। তবে যথারীতি দাম নিয়ে রয়েছে হতাশা। রাত-দিন বেচাকেনাতেও যেন ক্লান্তিহীন নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার আড়ত। রাজশাহী, নওগাঁসহ আশপাশের কয়েকটি জেলা থেকে পাইকাররা আসছেন, তাদের কেনা চামড়া বেচতে। বিক্রেতারা বলছেন, উপযুক্ত দাম না পাওয়ায় হতাশ তারা। বাড়তি দাম না পেলে ক্ষতির শঙ্কায় ব্যবসায়ী নেতারাও। মাঠ পর্যায়ে কোরবানির পশুর চামড়া সংগ্রহ শেষে চট্টগ্রামে চলছে লবণজাত করার কাজ।
×