ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঈদপরবর্তী বাজার উর্ধমুখী লেনদেন কম

প্রকাশিত: ০৩:৫৫, ২৭ আগস্ট ২০১৮

ঈদপরবর্তী বাজার উর্ধমুখী লেনদেন কম

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। ডিএসইতে লেনদেন সাড়ে ৪০০ কোটি টাকার নিচে অবস্থান করছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৪২০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি ৭ লাখ টাকা কম। ঈদের আগে ডিএসইতে ৪৪৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সশরীরে উপস্থিতি বেশ কম ছিল। টেলিফোন, ইন্টারনেটের মাধ্যমে সরাসরি হাউসে না এসে বিনিয়োগকারীদের লেনদেন কমেছে। যার কারণে সূচকে ইতিবাচক প্রভাব থাকলেও লেনদেন কিছুটা কমেছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০০টির, কমেছে ১০৭টির। আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একটিভ ফাইন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বিবিএস কেবল, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফাইন্যান্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইন্টারন্যাশনাল লিজিং, সিটি ব্যাংক, কেডিএস এক্সেসরিজ ও ইফাদ অটো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আজিজ পাইপ, সিএপিএম এ্যাডভাইজরি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক, এএফসি এ্যাগ্রো, লিব্রা ইনফিউশন, রেনউইক যজ্ঞেশ্বর, এইচআর টেক্সটাইল ও নর্দান জুট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, কেডিএস এক্সেসরিজ, রূপালী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল, জনতা ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স ও ডাচ্-বাংলা ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৫৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল হাউজিং, বিডি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, জিপিএইচ ইস্পাত, বিবিএস কেবল, ব্র্যাক ব্যাংক, একটিভ ফাইন ও এসআলম স্ক্রিস্টাল।
×