ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখে ভেনেজুয়েলা ছাড়ছে মানুষ

প্রকাশিত: ১৯:৩০, ২৬ আগস্ট ২০১৮

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখে ভেনেজুয়েলা ছাড়ছে মানুষ

অনলাইন ডেস্ক ॥ গত কয়েক বছর ধরে ভেনেজুয়েলায় চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলছে। বিশ্বের সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতি এখন ভেনেজুয়েলায়। চরম খাদ্য সংকটে দেশটির মানুষ। সেখানে চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ দেশটির হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ ইকুয়েডর, পেরু ও চিলিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। যেগুলো নিজেই অর্থনৈতিকভাবে দরিদ্র দেশ। প্রতিবেশী দেশগুলো ভেনেজুয়েলার শরণার্থীদের আটকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করায়, সীমান্তে আটকা পড়েছে হাজার হাজার মানুষ। ভেনেজুয়েলার এক নারী বলেন, ‘গত পাঁচ দিন ধরে আমি অন্যদের মতো রাস্তায় আছি। পাসপোর্ট ছাড়া কাউকেই ঢুকতে দিচ্ছে না তারা।’ এ দিকে আটকা পড়া ভেনেজুয়েলার নাগরিকদের আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘গত তিন বছরে ১৬ লাখেরও বেশি ভেনেজুয়েলীয় দেশ ছেড়েছে। এর মধ্যে ৯০ শতাংশ দক্ষিণ আমেরিকার দেশে আশ্রয় নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন।’ ভেনেজুয়েলার উদ্বাস্তু পরিস্থিতি তিন বছর আগের ভূমধ্যসাগরীয় সংকটজনক পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে বোলে সতর্ক কোরেছে আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা (আইএমও)। আইএমও’র মুখপাত্র হোয়েল মিলম্যান বলেন, ‘বিশ্বের অন্য অংশে শরণার্থীদের যে দুর্ভোগ আমরা দেখেছি, এখানকার বর্তমান পরিস্থিতিও ওই সংকটময় অবস্থার দিকে অগ্রসর হচ্ছে। কঠিন পরিস্থিতি দ্রুত সংকটময় পরিস্থিতির রূপ নেয়। এজন্য এখনই আমাদের প্রস্তুত হওয়া উচিত।’ গত কয়েক সপ্তাহে গড়ে প্রতিদিন প্রায় তিন হাজার ভেনেজুয়েলীয় ইকুয়েডর-পেরু সীমান্তে জড়ো হচ্ছে।
×