ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিমুলিয়ায় ফেরি বন্ধ ॥ ঢাকামুখী মানুষের ভোগান্তি

প্রকাশিত: ০৭:১৯, ২৬ আগস্ট ২০১৮

শিমুলিয়ায় ফেরি বন্ধ ॥ ঢাকামুখী মানুষের ভোগান্তি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নাব্য সঙ্কটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে। শনিবার রাত সাড়ে দশটায় ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়। তবে ভোর চারটার পর দিনের আলো যখন ফুটবে তখন সীমিত আকারে আবার ফেরি সার্ভিস সচল করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাব্য সঙ্কটে ঈদের আগে টানা ৯ দিন ফেরি সার্ভিস ব্যাহত হবার পর ঈদের দুদিন আগে সার্ভিসে কিছুটা সচল হয়েছিল। ঈদের একদিন পর শুক্রবার নাব্য সঙ্কটে আবারও রোরো এবং ডাম্প ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে ছোট আকারের আটটি ফেরি জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে। তার ওপর ফেরিগুলোয় ফুল লোড করা যাচ্ছে না। ধারণ ক্ষমতার চেয়ে অনেক কম লোড নিয়ে চলছে ফেরি। চ্যানেল এখন রয়েছে ওয়ানওয়ে। এর ফলে অতিরিক্ত ২০ থেকে ২৫ মিনিট সময় লাগছে। এতে চরম দুর্ভোগে পড়ে ঈদে কর্মস্থলে ফেরা মানুষ। এই রুট যেন জনদুর্ভোগের অপর নাম হয়ে দাঁড়িয়েছে। দেশের অর্থনীতিতে পড়ছে নেতিবাচক প্রভাব। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী ও কৃষক। প্রতিদিন সরকার লাখ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। শনিবার ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ ঈদ শেষে ফিরতে শুরু করেছে। কিন্তু ফিরতি পথেও সৃষ্টি হচ্ছে দুর্ভোগ। ফলে আবার কর্মস্থলে ফেরার সময়ও মানুষ পড়ছে দুর্ভোগে।
×