ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রজন্মের সেরা ব্যাটসম্যান কোহলি ॥ গ্রেগ চ্যাপেল

প্রকাশিত: ০৭:০৫, ২৬ আগস্ট ২০১৮

  প্রজন্মের সেরা ব্যাটসম্যান কোহলি ॥ গ্রেগ চ্যাপেল

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ট্রেন্টব্রিজ টেস্ট জয় কোহলির জন্য দারুণ পয়া হয়ে এসেছে। নিন্দুকদের মুখে ছাই ঢেলে দিতে পেরেছেন তিনি। ফর্ম বিবেচনায় টেস্টে ভারতের সর্বকালের ব্যাটসম্যান হয়ে গেছেন বিরাট কোহলি। আর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে তো এক নম্বরে আবার উঠে এসেছেনই। এক সময় কোচ হিসেবে এই দলটিতে তেমন সুখকর অবস্থায় ছিলেন না অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল। তবে তিনি দাবি করলেন কোহলিই বর্তমান প্রজন্মের অন্যতম সেরা এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাটসম্যান। বর্তমানে ভারত অধিনায়কের টেস্টে রেটিং পয়েন্ট ৯৩৭। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বকালের সেরা রেটিং এটি। আগের সেরা রেটিংটাও তার ছিল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফিফটি ও সেঞ্চুরিতে ৯৩৪ পয়েন্টে উঠে এসেছিলেন কোহলি। এ সপ্তাহের রেটিং আইসিসির সর্বকালের সেরাদের তালিকায় ১১তে তুলে এনেছে তাকে। আরেকটি তালিকাতেও একাদশতম স্থানে আছেন কোহলি। টেস্টে অধিনায়ক হিসেবে ৩৮ টেস্টেই ৩ হাজার ৮৯৬ রান কোহলির। টেস্ট অধিনায়ক হিসেবেও দুর্দান্ত করছেন কোহলি। শুধু ব্যাটসম্যান হিসেবে ৭ টেস্ট সেঞ্চুরি পাওয়া দিল্লীর এই তারকা অধিনায়ক হিসেবে পেয়েছেন ১৬ সেঞ্চুরি। আর মাত্র ৩৮ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ২২ ম্যাচেই জয় পেয়েছেন। যদিও ভারতের সফলতম অধিনায়ক এখনও মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ২৭ ম্যাচে জয় পেতে ধোনিকে ৬০ ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছে। আর এসব কারণেই এখন ভারতীয় দলের সাবেক কোচ এবং অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল ভূয়সী প্রশংসা করলেন কোহলির। ৭০ বছর বয়সী গ্রেগ বর্তমানে ব্যাঙ্গালুরুতে তার বন্ধুর একটি টেক্সটাইল ওয়ার্কশপে যোগ দিতে এসেছেন। এ সময় তিনি বলেন, ‘কোহলি প্রমাণ করছে যে প্রজন্মের অন্যতম আকর্ষণীয় ও সেরা ব্যাটসম্যান সে। ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসে রাহানের সঙ্গে তার জুটিটাই ছিল খেলার ফলাফল নির্ধারণী ব্যাপার।’ রাহানের সঙ্গে ১৫৯ রানের জুটি গড়েছিলেন তিনি।
×