ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনুর্ধ-২০ নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন জাপান

প্রকাশিত: ০৬:৪৬, ২৬ আগস্ট ২০১৮

 অনুর্ধ-২০ নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন জাপান

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে স্বপ্ন পূরণ হলো জাপানের বালিকাদের। প্রথমবারের মতো অনুর্ধ-২০ বিশ্বকাপের শিরোপা জিতল ব্লু-সামুরাইরা। শুক্রবার ফাইনালে শক্তিশালী স্পেনকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা জয়ের স্বাদ পায় তারা। আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলা জাপান এদিন ৩-১ গোলে রীতিমতো উড়িয়েই দেয় লা রোজাদের। ফাইনালে ম্যাচের শুরু থেকেই নিজেদের সেরা খেলাটা খেলতে থাকে জাপানের অনুর্ধ-২০ মেয়েরা। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। হিনাটা মিয়াযাওয়ার গোলে প্রথম এগিয়ে যায় জাপান। ৫৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সাওরি তাকারাদা। ম্যাচের বয়স যখন ৬৫ মিনিট তখন স্পেনের জালে শেষ পেরেকটি ঠুকে দেন ফুকা নাগানো। অন্যদিকে স্পেনের হয়ে সান্ত¡নার একটি গোল করেন কান্দেলা আন্দুজার। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। থ্রি-লায়ন্সরা এদিন পেনাল্টি শূটআউটে ৪-২ গোলে পরাজিত করে ফ্রান্সকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। সেখানেই ফ্রান্সকে হারিয়ে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করে ইংল্যান্ডের বালিকারা।
×