ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেসির জার্সি পোড়াতে বলায় নিষিদ্ধ ফিলিস্তিনের ফুটবল প্রধান

প্রকাশিত: ০৬:৩২, ২৬ আগস্ট ২০১৮

মেসির জার্সি পোড়াতে বলায় নিষিদ্ধ ফিলিস্তিনের ফুটবল প্রধান

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে গত জুনে জেরুজালেমের টেডি স্টেডিয়ামে ইসরাইলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। রাশিয়া বিশ্বকাপে অংশ নেয়ার আগে ওটাই হতো মেসি-এ্যাগুয়েরোদের শেষ প্রস্তুতি ম্যাচ। কিন্তু ওই প্রস্তুতি ম্যাচের সামনে বাধা হয়ে দাঁড়ায় ইসরাইল ও ফিলিস্তিনির মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব। ইসরাইল-আর্জেন্টিনার ওই ম্যাচটি আটকাতে সে সময় সবরকম চেষ্টাই করে ফিলিস্তিনি ফুটবল এ্যাসোসিয়েশন। প্রথমে একটি চিঠিতে আর্জেন্টিনা ফুটবল এ্যাসোসিয়েশনকে (এএফএ) জেরুজালেমের ম্যাচটি বাতিলেরও আহ্বান জানান ফিলিস্তিন ফুটবল প্রধান জিবরিল রাজৌব। সে সময় তিনি ম্যাচটিকে ‘রাজনৈতিক হাতিয়ার’ বলেও মন্তব্য করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় মেসির জার্সি ও ছবি পুড়িয়ে ফেলে প্রতিবাদ জানানোর হুমকি দেন ফিলিস্তিনি ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজৌব। সে সময় তিনি বলেছিলেন, ‘মেসি একজন বড় প্রতীক। আমরা তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করব। আমরা তার জার্সি ও ছবি পোড়ানো এবং তাকে পরিত্যাগ করার আহ্বান জানাচ্ছি।’ পরবর্তী সময়ে নিরাপত্তাজনিত কারণে ইসরাইলের বিপক্ষে সেই ম্যাচ বাতিল করেছিল মেসিরা। তবে ফিলিস্তিন ফুটবল এ্যাসোসিয়েশনের প্রধান জিবরিল রাজৌবের ওই হুমকি ভরা উস্কানি ভালভাবে নেয়নি বিশ্ব ফুটবলের সর্র্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এমন কান্ড শাস্তিস্বরূপ জিবরিলকে এক বছরের জন্য সবধরনের ফুটবলীয় কর্মকা থেকে নিষিদ্ধ করেছে ফিফা। এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, জিবরিল রাজৌবের বক্তব্য মানুষকে ‘ঘৃণা ও সহিংসতার’ দিকে উসকে দিয়েছে। এমন কান্ডে তাকে শাস্তি হিসেবে ১২ মাসের নিষেধাজ্ঞাসহ ২০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে। এই সময়ে ফুটবলীয় কোন কর্মকান্ডে ভূমিকা রাখতে পারবেন না ফিলিস্তিনের এই ফুটবল প্রধান। ওই ম্যাচ নিয়ে ফিলিস্তিনীদের এতটা ক্ষুব্ধ হওয়ার কারণ প্রীতি ম্যাচের জন্য নির্বাচিত জেরুজালেমের ওই টেডি স্টেডিয়ামটি। ওই জায়গায় এক সময় ফিলিস্তিনের একটি গ্রাম ছিল। কিন্তু ১৯৪৮ সালে গ্রামটি ধ্বংস করে স্টেডিয়ামটি তৈরি করে দখলদার ইসরাইল সেনাবাহিনী।
×