ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোঁচট খেল গার্ডিওলার সিটি

প্রকাশিত: ০৬:২৭, ২৬ আগস্ট ২০১৮

 হোঁচট খেল গার্ডিওলার সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে উড়ন্ত সূচনা করেছিল ম্যানচেস্টার সিটি। লীগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচেই টানা দুই জয় তুলে নিয়েছিল এ্যাগুয়েরো-জেসুসরা। কিন্তু তৃতীয় ম্যাচেই হোঁচট খেল পেপ গার্ডিওলার দল। শনিবার উলভারহাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে ১-১ গোলে ড্র করেছে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। শক্তিশালী চেলসিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতে নতুন মৌসুম শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। এরপর প্রিমিয়ার লীগে নিজেদের প্রথম ম্যাচে আর্সেনালের মাঠে ২-০ গোলে জিতেছিল তারা। গত সপ্তাহে ঘরের মাঠে হাডার্সফিল্ড টাউনকে ৬-১ গোলে হারায় পেপ গার্ডিওলার দল। কিন্তু তৃতীয় ম্যাচে এসেই পয়েন্ট হারাল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। তবে উলভারহাম্পটনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে পরপর দুই মিনিটে দারুণ দুটি সুযোগ পায় সিটি; কিন্তু গোলের দেখা মিলেনি। ২১ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরোর নিচু শট পোস্টে লাগার পর রাহীম স্টার্লিংয়ের দুর্দান্ত শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক রুই পাত্রিসিও। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে সিটিকে স্তব্ধ করে এগিয়ে যায় স্বাগতিকরা। জোয়াও মৌতিনিয়োর দূরের পোস্টে বাড়ানো ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি উইলি বলি, তার বাহুতে লেগে বল জালে ঢোকে। তবে ম্যাচের ৬৯ মিনিটে ম্যানসিটিকে সমতায় ফেরান এমেরিক লাপোর্ত। ডানদিক থেকে জার্মান মিডফিল্ডার ইলকাই গিনদোয়ানের ফ্রি-কিকে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসী এই ডিফেন্ডার। এর পরের সময়টাতে গোলের জন্য সবধরনের চেষ্টা চালিয়ে যায় গার্ডিওলার শিষ্যরা। কিন্তু কোন দলই গোলের দেখা পায়নি। এর ফলে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৭।
×