ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগায় জিদান-রোনাল্ডোবিহীন ব্যাক টু ব্যাক ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী লস ব্ল্যাঙ্কোসরা, রিয়াল-বার্সার ম্যাচের সময়সূচী নিয়ে ভক্ত-অনুরাগীদের ক্ষোভ

রিয়ালের প্রতিপক্ষ আজ জিরোনা

প্রকাশিত: ০৬:২৩, ২৬ আগস্ট ২০১৮

রিয়ালের প্রতিপক্ষ আজ জিরোনা

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই জিনেদিন জিদান এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো-উত্তর যুগের সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে লস ব্ল্যাঙ্কোসরা ২-০ গোলে হারায় গেটাফেকে। লা-লিগায় আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে গ্যালাক্টিকোরা। এ ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না স্প্যানিশ জায়ান্টরা। দ্বিতীয় ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ জিরোনা। বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়া লা-লিগায় নিজেদের মৌসুম শুরু করে রিয়াল মাদ্রিদ। রোনাল্ডো না থাকাতেও প্রথম ম্যাচে জয় পেতে কোন অসুবিধাই হয়নি রিয়ালের। তবে মাঠের পরিবেশের ব্যাপক প্রভাব পড়েছে রিয়ালের। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের খেলা মানেই গ্যালারি ভর্তি দর্শক। অথচ গেটাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদের খেলা দেখতে মাঠে অর্ধেক দর্শকও আসেনি। যা গেল দশ বছরে সান্তিয়াগো বার্নাব্যুতে সবচেয়ে কম দর্শক উপস্থিতির রেকর্ড। তবে এসব নিয়ে চিন্তা করার সময় নেই রিয়ালের। তাদের কাজ মাঠের নৈপুণ্যে উজ্জ্বল থাকা। প্রথম ম্যাচে তেমনই ছিল রিয়াল। নিজেদের মাঠে গেটাফেকে বিধ্বস্ত করে তারা। দানি কারভাহাল ও গ্যারেথ বেল গোল দু’টি করেন সেই ম্যাচে। রিয়ালের দ্বিতীয় ম্যাচ জিরোনার মাঠে। এ ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবার উপায় নেই বলে জানিয়ে দিলেন রিয়ালের কোচ জুলেন লোপেতেগুই। তিনি বলেন, ‘মাঠের খেলা নিয়েই আমরা সবচেয়ে বেশি ব্যস্ত। জয়ের জন্যই নিজেদের পরিকল্পনাগুলো সাজাই। যেমনটা ছিল গেটাফের বিপক্ষে। জিরোনার বিপক্ষেও আমরা জিততে চাই। এ জন্য খেলোয়াড়দের আরও ভাল খেলতে হবে। কারণ এবারের ম্যাচ জিরোনার মাঠে। তারা সহজেই ছেড়ে দেবে না। প্রথম ম্যাচে রিয়াল ভালাদোলিদকে রুখে দিয়েছে তারা। সেই ম্যাচে গোলশূন্য ড্র করেছে জিরোনা। তাদের ম্যাচটি আমি দেখেছি। বেশ গুছানো ছিল তাদের খেলা। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে হয়।’ তবে শিষ্যদের ওপর দৃঢ় বিশ্বাস রয়েছে তার। যে কারণেই জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি, ‘জিরোনার বিপক্ষে জয়ের ব্যাপারে আমরা বেশ আশাবাদী। কারণ আমাদের দলে সেরা সব খেলোয়াড় রয়েছে। যারা ম্যাচ জেতানোর জন্য সর্বদা তৈরি থাকে। যেমনটা আমরা প্রথম ম্যাচে দেখিছি। আশাকরি জিরোনার বিপক্ষেও আমরা ভালভাবে জিততে পারব।’ এদিকে নিজেদের প্রথম ম্যাচে ড্র করে আত্মবিশ্বাস বেড়ে গেছে জিরোনার। তাই রিয়ালের বিপক্ষে অঘটন ঘটানোর আভাস দিয়ে রাখলেন দলের অধিনায়ক এ্যালেক্স গ্রানেল। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভাল খেলেছি। দ্বিতীয় ম্যাচে ভাল খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। রিয়ালকে চমকে দিতে চাই আমরা। যেহেতু আমাদের মাঠে খেলা, তাই এই সুবিধা কাজে লাগিয়ে ভাল ফল অর্জন করাই আমাদের লক্ষ্য।’ লা লিগার ম্যাচ এবার দেখতে হচ্ছে ফেসবুক লাইভে। তার ওপর ম্যাচ গভীর রাতে। যে কারণে রিয়াল মাদ্রিদ আর বার্সিলোনা সমর্থকরা চরম বিরক্ত। এই মৌসুমে লা লিগা যেন ভারতীয় উপমহাদেশের ভক্ত-সমর্থকদের স্বস্তি দেবে না বলেই প্রতিজ্ঞা করেছে। একের পর এক সিদ্ধান্ত জন্ম দিচ্ছে নেতিবাচক প্রতিক্রিয়ার। এর মধ্যে এখন পর্যন্ত প্রকাশিত সূচীতে রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার খেলার সময় বাংলাদেশ-ভারতসহ এশিয়ার বেশ কিছু দেশের সমর্থকদের জন্য আছে বেশ কিছু দুঃসংবাদ। বার্সিলোনার সূচী তবু কিছুটা সহনশীল। রিয়াল মাদ্রিদের সূচী এ রকম থাকলে নিশাচর হয়ে যাওয়া ছাড়া উপায় নেই। রিয়াল মাদ্রিদের লীগের প্রথম ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত ২-১৫ মিনিটে। ম্যাচ শেষ হয়েছে ভোর ৪টায়। বার্সিলোনার প্রথম ম্যাচের সূচীও ছিল একই। শনিবার বার্সার দ্বিতীয় ম্যাচটাও শুরু হয় রাত ২-১৫ মিনিটে। আজ রিয়ালের ম্যাচও তা-ই। তৃতীয় রাউন্ডে লেগানেসের বিপক্ষে রিয়ালের ম্যাচ ১২টা ১৫ মিনিটে। চতুর্থ ও পঞ্চম রাউন্ডেও একই সময়ে। ষষ্ঠ রাউন্ডে সেভিয়া-রিয়াল গুরুত্বপূর্ণ ম্যাচটি রাত ২টায়। সপ্তম রাউন্ডে এ্যাটলেটিকোর বিপক্ষে মাদ্রিদ ডার্বি শুরু হবে ১২টা ৪৫ মিনিটে। ততক্ষণে আবার শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স লীগের খেলাও। সাধারণত চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচগুলো শুরু হয় রাত ১টা ৪৫ মিনিটে। শনি-রবিবার রাত জাগার পর তখন মঙ্গল-বুধবারও রাত জাগা শুরু হয়ে যাবে ফুটবলপ্রেমীদের।
×