ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলায় অল্পের জন্য রক্ষা পেল লঞ্চের কয়েকশ’ যাত্রী

প্রকাশিত: ০৫:২০, ২৬ আগস্ট ২০১৮

 ভোলায় অল্পের জন্য রক্ষা পেল লঞ্চের কয়েকশ’ যাত্রী

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৫ আগস্ট ॥ ভোলার দৌলতখানে এমভি ফারান-১ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ঘাটের কাছে কাত হয়ে অর্ধেক ডুবে গেছে। এতে অল্পের জন্য রক্ষা পায় কয়েকশ’ যাত্রী। ঘটনাটি ঘটে শনিবার ভোরে দৌলতখান লঞ্চঘাট সংলগ্ন এলাকায়। দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে এমভি ফারন-১ লঞ্চ কয়েকশ’ যাত্রী নিয়ে শনিবার ভোর রাতের দিকে দৌলতখান উপজেলার লঞ্চঘাটের উদ্দেশে আসছিল। হঠাৎ যাত্রীর চাপে ও নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চঘাটের কাছাকাছি ব্লকের ওপর লঞ্চ তুলে দেয়। এ সময় লঞ্চটি এক পাশ কাত হয়ে নিচতলা ডুবে যায়। এ সময় লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। যাত্রীরা দ্রুত লঞ্চ থেকে নামতে পারায় প্রাণে রক্ষা পায়। বর্তমানে লঞ্চটি নদীর তীরে বেঁধে রাখা হয়েছে। লঞ্চের নিচতলা পানিতে ডুবে রয়েছে।
×