ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শোকের মাসে নাচগান ॥ সমালোচনার মুখে সমাজকল্যাণ সচিব

প্রকাশিত: ০৫:১৯, ২৬ আগস্ট ২০১৮

  শোকের মাসে নাচগান ॥  সমালোচনার  মুখে সমাজকল্যাণ সচিব

জনকণ্ঠ ডেস্ক ॥ শোকের মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে নাচ-গানের আয়োজন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লুর রহমান। এ নিয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহলে সমালোচনার ঝড় বইছে। শনিবার সকালে এর প্রতিবাদে জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে শিবগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদ। শিবগঞ্জ পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, বাঙালী জাতির রক্তে ঝরা মাস এই আগস্ট। এই মাসের ১৫ তারিখে বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রায় সব সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই মাসেরই ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়। এই শোকের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লুর রহমান আলোকসজ্জা ও আতশবাজির মাধ্যমে রঙ্গমঞ্চ তৈরি করে নাচগানের আয়োজন করে। যেখানে বিএনপির সাবেক সংসদ সদস্য শাজাহান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং ’৭১ এর স্বাধীনতা বিরোধী জামায়াত নেতা আজিজুল হকের ছেলে নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী কাবিরুল হক রাজিন উপস্থিত ছিল। শোকের মাসে সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার এ ধরনের আয়োজনের তীব্র নিন্দা জানিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল বলেন, সুষ্ঠু তদন্ত করে শোকের মাসকে অপমান করার ঘটনায় দায়ীদের বিচার করতে হবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভি আলম রানা বলেন, আগস্ট আমাদের কাছে শোকের মাস। এই মাসে সরকারের উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তা নাচগানের রঙ্গমঞ্চ তৈরি করে মজা করবে, এটা আমরা মানতে পারি না। এর তীব্র প্রতিবাদ জানাই। সরকারের পক্ষ থেকে বিষয়টি নজরে এনে যথাযথ আইনী ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই। জানা গেছে, শিবগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উদযাপনের আয়োজন করে এ্যালামনাই এ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে চলে এই উৎসব। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষক নবকান্ত ব্যান্ধ্যা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, পৌর মেয়র কারিবুল হক রাজিন, এ্যালাইমনাই এ্যাসোসিয়েশনের আহবায়ক ডাঃ রবিউল ইসলাম প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা, ক্লোজ আপ তারকা মুহিন ও পথিক নবী। গানের সঙ্গে চলে নাচানাচি। আলোকসজ্জার পাশাপাশি চলে আতশবাজিও। যোগাযোগ করা হলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুলের ৭০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের প্রতি শোক প্রস্তব গ্রহণ করে অনুষ্ঠান শুরু করা হয়। এমনকি অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়েছে।
×