ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জীবাণুতে ঠাসা

প্রকাশিত: ০৫:১৯, ২৬ আগস্ট ২০১৮

 জীবাণুতে ঠাসা

যদি প্রশ্ন করা হয়, টয়লেটের সিট না আপনার হাতে থাকা স্মার্ট ফোনের পর্দা বেশি নোংরা। যে কেউ উত্তর দেবে টয়লেটের সিট। অবশ্যই না। এক নয়া গবেষণায় উঠে এসেছে, টয়লেটের সিট থেকে স্মার্ট ফোনের পর্দা বেশি নোংরা ও জীবাণুতে ঠাসা। গবেষণায় আরও বলা হয়েছে স্মার্টফোনের পর্দা টয়লেটের সিটের চেয়েও তিনগুণ বেশি জীবাণু বহন করে। ব্রিটেনের পোর্টসমাউথের একটি প্রতিষ্ঠান সম্প্রতি ওই গবেষণা পরিচালনা করে। এতে দেখা যায়, গবেষণায় অংশ নেয়া এক তৃতীয়াংশেরও বেশি মানুষ ওয়াইপস, টিস্যু, পরিষ্কার কোনও তরল, বা অনুরূপ কোন জিনিস দিয়ে কখনও নিজের স্মার্টফোন পরিষ্কার করেন নি। প্রতি কুড়ি জন স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে মাত্র একজনকে পাওয়া গেছে যিনি ছয় মাসে একবার তার ফোন পরিষ্কার করেছেন। গবেষণার জন্য, গবেষকরা তিনটি স্মার্টফোন-আইফোন সিক্স, স্যামসাং গ্যালাক্সি ৮ এবং গুগল পিক্সেলকে বেছে নেন। গবেষণার ফলাফলে এসব ফোনের সব জায়গাতেই বিভিন্ন পরিমাণে ক্ষতিকর ব্যাকটিরিয়া পাওয়া গেছে। এসব জীবাণু ফোন ব্যবহারকারীর ত্বকের সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। মোট তিনটি হ্যান্ডসেটের পর্দায় গড়ে ৮৫ শতাংশ জীবাণুর উপস্থিতি লক্ষ্য করা গেছে। অপরদিকে একটি টয়লেট এবং ফ্লাশে ২৪ শতাংশ জীবাণুর উপস্থিতি লক্ষ্য করা যায়। এসবের পাশাপাশি কম্পিউটারের কীবোর্ড ও মাউসেও জীবাণু রয়েছে। স্মার্টফোনের পিছনে গড়ে ৩০ শতাংশ, লক বাটনে প্রায় ২৪ শতাংশ এবং হোম বাটনে ১১ শতাংশ জীবাণুর উপস্থিতি দেখা গেছে। -টেক স্পাই অবলম্বনে।
×