ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় শিক্ষকের পায়ের গোড়ালি কেটে দিয়েছে সন্ত্রাসীরা ॥ আটক ৫

প্রকাশিত: ০৫:১৭, ২৬ আগস্ট ২০১৮

 কলাপাড়ায় শিক্ষকের পায়ের গোড়ালি কেটে দিয়েছে সন্ত্রাসীরা ॥  আটক ৫

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৫ আগস্ট ॥ বরিশাল শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম মাস্টারের বাম পা গোড়ালি পর্যন্ত কেটে ফেলেছে সন্ত্রাসীরা। এ সময় তাকে বেধড়ক কোপানো হয়। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব মোস্তফাপুর গ্রামে দরবেশ বাড়ির সামনের সড়কে শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় গ্রামের লোকজন শাহআলম মাস্টারকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়। সেখান থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। শাহআলম মাস্টার জানান, নজরুলের নেতৃত্বে ১০/১২ জনের সশস্ত্র সন্ত্রাসী তাকে অনুসরণ করে এবং হত্যার জন্য এমন হামলা চালায়। কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে জড়িত সন্দেহে রহিম খোকন, সাঈদুর রহমান সাঈদ, মাহাদী হাসান, তাইফুল ও মোঃ হোসাইনকে গ্রেফতার করেছে। এ সময় শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে। এ ঘটনার জের ধরে পাল্টা হামলার শঙ্কা করছেন স্থানীয় লোকজন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও আহতের স্বজনরা জানান, বরিশাল শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম হাওলাদার শনিবার সকালে ছেলে আফ্রিদিকে নিয়ে পূর্ব মোস্তফাপুর গ্রামে বোন জামাই মকবুল মাস্টারের বাড়িতে দাওয়াত খেতে যায়। সেখান থেকে ফেরার পথে ওৎপেতে থাকা ১০-১২ সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় তার ওপর। সন্ত্রাসীরা তার শিশুসন্তানের সামনে বাম পায়ের গোড়ালি কেটে ঝুলিয়ে দেয়। সন্ত্রাসীরা তার ডান পা, দুই হাত ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় শাহ আলম মাস্টার ও তার শিশুপুত্রের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শংকর কুমার পাল জানান, আহত শাহ আলমের বাম পায়ের ৯০ ভাগ কেটে ফেলা হয়েছে। এ কারণে পা রক্ষা করা অসম্ভব। শরীরেও ধারালো অস্ত্রের কোপের একাধিক জখম রয়েছে। কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, বাদশা মেম্বার-আইয়ুব আলী গ্রুপের সঙ্গে শাহআলম মাস্টার গ্রুপের দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বিরোধ চলছে। ইতোপূর্বে এরা একে অপরের ওপর ১২/১৩ বার সশস্ত্র হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটায়। তিনি আরও জানান, আহত শাহআলম মাস্টারের বিরুদ্ধে অন্তত দেড় ডজন মামলা রয়েছে। তবে এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির মাহমুদ জানান, এরা উভয়গ্রুপ বিএনপি-জামায়াতের রাজনৈতিক নেতাকর্মী। বছরের পর বছর ধরে এদের সন্ত্রাসী কর্মকা-ে নীলগঞ্জের মানুষ আতঙ্কিত।
×