ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবেন না ॥ বিএনপি নেতাদের নাসিমের পরামর্শ

প্রকাশিত: ০৫:১৩, ২৬ আগস্ট ২০১৮

 নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবেন না ॥ বিএনপি নেতাদের নাসিমের পরামর্শ

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করতে বিএনপি নেতাদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই। তাই নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে কোন লাভ হবে না। উন্নয়ন দিয়েই আওয়ামী লীগ জনগণের মন জয় করেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে আগামী নির্বাচনেও দেশের জনগণ আওয়ামী লীগকেই ক্ষমতায় বসাবে। শনিবার রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যা টিবি হাসপাতাল আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসপাতালের উপ-পরিচালক ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ আবু রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ ও ডাঃ নিরুপম দাস প্রমুখ। সঞ্চালকের দায়িত্বে ছিলেন ডাঃ আবদুল আল মোজাহিদ ও ডাঃ রোকসানা পারভীন সুরমা। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মচারীর উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব সেক্টরে উন্নয়ন ঘটিয়েছেন। স্বাস্থ্য সেক্টরের উন্নয়ন আজ বিশ্বের রোল মডেল। প্রধানমন্ত্রী আপনাদের জন্য অনেক কিছু দিয়েছেন। আপনাদের জীবনমান উঁচুতে তুলে দিয়েছেন। এখন আপনাদের দেয়ার পালা। আসছে জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আপনারা সেই দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস করি। উন্নয়নের ধারার অপূর্ণ কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও সময় দিতে হবে। সরকার ও দলের মধ্যে ছোট ছোট ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু ছোট ছোট ভুলের জন্য বিরাগ হয়ে জঙ্গী ও বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয়দাতাদের ভোট দিয়ে ভুল করবেন না। আর তা করা হলে দেশ আবার অন্ধকারে ছেয়ে যাবে। দেশে জ্বালাও-পোড়াও ও বোমার মাধ্যমে মানুষ হত্যাকারীদের উত্থান ঘটবে। স্থবির হয়ে যাবে দেশের অর্থনীতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান নষ্টকারীদের প্রতিরোধ করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে সার্বভৌম বাঙালী জাতির নির্দিষ্ট মানচিত্র তৈরি হতো না। তাই বঙ্গবন্ধুর এই ঋণ কোন দিন শোধ করার মতো নয়। বিশ্বের অন্যান্য দেশে স্বাধীনতা আনয়নকারী নেতা, জাতির পিতাকে দলমত নির্বিশেষে সম্মান করেন। কিন্তু বাংলাদেশে স্বাধীনতাবিরোধী শক্তিরা জাতির পিতার অস্তিত্ব বিলীন ও সম্মান নষ্ট করতে তৎপর থাকে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মোহাম্মদ নাসিম। কিছু ঘটনায় মানবাধিকার নিয়ে প্রশ্ন উত্তোলনকারীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা ষড়যন্ত্রের রাজনীতি করে তারাই সংবিধান ছিন্নভিন্ন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিল ইনডেমনিটির মাধ্যমে। একটি হত্যার বিচার সেদিন যারা বন্ধ করেছিল, পরে আত্মস্বীকৃত খুনীদের সংসদে বসার সুযোগ করে দিয়েছিল তাদের মুখে আইনের শাসন, মানবাধিকার শব্দগুলো মানায় না। সেদিন দেশ বিদেশে মানবাধিকার নিয়ে কেউ প্রশ্ন না তুলে আত্মস্বীকৃত খুনীদেরই প্রশ্রয় দিয়েছিল। ২১ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি-জামায়াত জড়িত উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার প্রাণনাশের উদ্দেশে রাষ্ট্রীয় মদদেই গ্রেনেড হামলা চালানো হয়েছিল। আর তখন বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় ছিল। এ বিষয়টি দেশবাসী জানে।
×