ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সমুদ্রঘোড়ার খোঁজ

প্রকাশিত: ০৪:৫৫, ২৬ আগস্ট ২০১৮

সমুদ্রঘোড়ার খোঁজ

‘সিংনাথিদায়’ পরিবারে নতুন এক সদস্য যুক্ত হয়েছে। দৈহিক গঠন, আকার, রং ও চরিত্রের জন্য এ পরিবারের মাছেরা চিরকালই মানুষের কৌতুহলের কারণ হয়েছে। পাইপফিশ, পাইপঘোড়া, সি-ড্রাগন এরা সবাই এ পরিবারের অন্তর্ভুক্ত। এবার নতুন যোগ হলো সমুদ্রঘোড়া। সূর্যোদয়ের দেশ জাপানে এটিকে ‘জাপান পিগ’ বলে। যদিও জাপানে সমুদ্রঘোড়া নতুন নয়। তবে এটি নতুন প্রজাতির, নতুন বৈশিষ্ট্যের। জাপান পিগ সমুদ্রঘোড়া প্রজাতির অন্তর্ভুক্ত। এরা ছোট সাইজের জন্য বিখ্যাত। নতুন সমুদ্রঘোড়াটির দৈর্ঘ্য মাত্র ১৫ মিলিমিটার। এটি এত ক্ষুদ্র যে, একটি চালের দানার সমান! ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সের মংস্য বিদ্যাবিশারদ গ্রাহাম শর্ট বলেছেন, এটা এত ছোট যে আমার নখে দুই-তিনটা এঁটে যাবে।-ওয়েবসাইট অবলম্বনে।
×