ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়া বেশ অসুস্থ, তবে মনোবল শক্ত ॥ সাক্ষাতের পর ফখরুল

প্রকাশিত: ০৪:৫৪, ২৬ আগস্ট ২০১৮

 খালেদা জিয়া বেশ অসুস্থ, তবে মনোবল শক্ত ॥ সাক্ষাতের পর ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শারীরিকভাবে বেশ অসুস্থ। তবে তার মনোবল শক্ত আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন সবার মনোবল ধরে রাখতে ও সজাগ থাকতে বলেছেন। তিনি বলেন, ঈদ-উল আজহা উপলক্ষে ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের অনুমতি চেয়েছিলাম। কিন্তু সেদিন পাইনি। শনিবার ম্যাডামের পিএসকে জানানো হয়েছে এবং বলা হয়েছে আমি ম্যাডামের সঙ্গে দেখা করতে পারব। তাই আমি তার সঙ্গে দেখা করতে যাই। আমাদের অবস্থার কথা তাকে জানিয়েছি। আমরা আশা করছি দ্রুতই তার জামিন হবে। এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগে যেমন দেখেছি, তেমনই আছে। তার চেয়ে ভাল নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে কোন আলোচনা হয়নি। উল্লেখ্য, ঈদ-উল আজহার দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও কয়েকজন নেতা। কিন্তু ওইদিন খালেদা জিয়ার পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ দেয়া হলেও বিএনপি নেতাদের সে সুযোগ দেয়া হয়নি। তবে শনিবার বিকেল ৪টা থেকে প্রায় একঘণ্টাব্যাপী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হয় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। সেদিন থেকেই পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে তাকে। বিএনপির দাবির মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে একদিন খালেদা জিয়ার শারিরীক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। কিন্তু তারপরও খালেদা জিয়ার শারিরীক অবস্থা ভাল হওয়ার পরিবর্তে আরও খারাপ হওয়ায় বিএনপির পক্ষ থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসার দাবি জানানো হয়। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন পেশ করে বিএনপি। তার সুচিকিৎসার দাবিতে সারাদেশের জেলা প্রশাসকদের কাছে স্বারক লিপি দেয় দলটি। সুচিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার দাবি জানায় খালেদা জিয়ার আত্মীয়স্বজন ও বিএনপি নেতারা। এ ছাড়া খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বেশ কয়েক দফা কর্মসূচীও পালন করা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, খালেদা জিয়ার প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তাই তাকে আপাতত ইউনাইটেড হাসপাতালে নেয়ার প্রয়োজন নেই।
×