ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে সংশয় ॥ রিজভী

প্রকাশিত: ০৪:২৮, ২৬ আগস্ট ২০১৮

  গ্রেনেড হামলা মামলার  রায় নিয়ে সংশয় ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, মানুষের ক্ষোভের ধাক্কায় পতনের ভয়ে সরকারের বুকে ধড়ফাড়ানি শুরু হয়েছে বলেই উদ্ভট বক্তব্য রাখা হচ্ছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য শুনে মনে হয় ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় প্রভাবিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টের মামলার রায় হলে বিএনপি সঙ্কটে পড়বে এবং সেপ্টেম্বরে এ রায় হবে। কাদের সাহেব আদালতের এ বিষয়টি কীভাবে জানলেন? এটা তো আদালতের বিষয়। এটাই গভীর সন্দেহের বিষয়। তার বক্তব্যে পরিষ্কার যে, তারা নীলনক্সা অনুযায়ী ২১ আগস্টের বোমা হামলার রায় নিয়ে আগাম কাজ করছেন। রিজভী বলেন, সামনে হয়তো আরও নতুন নতুন ষড়যন্ত্র করবে সরকার। তবে যতই ষড়ষন্ত্র আর মহাপরিকল্পনা করুক তাদের পতন ঠেকানো যাবে না। সরকার পতনের ভূমিকম্প শুরু হয়েছে। তিনি বলেন, সরকারী দলের নেতাদের বক্তব্য শূনে মনে হয় ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় একটি ফরমায়েশি রায় হতে যাচ্ছে। সরকারের শীর্ষ ব্যক্তিদের বক্তব্যের কারণে এ মামলার রায় নিজেরা লিখে আদালতকে দিয়ে তা বাস্তবায়ন করাবেন কি না মানুষের মনে সেই সংশয় দেখা দিয়েছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবরা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে প্রভাবিত করতেই খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে বেসামাল বক্তব্য রাখছেন। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে। রিজভী বলেন, ক্ষমতাসীনদের অনুগত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দকে দিয়ে সম্পূরক চার্জশীট প্রদান, মুফতি হান্নানকে ৪১০ দিন রিমান্ডে নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়া, ঘটনার পর এফবিআইকে আওয়ামী লীগের সহায়তা না করা, শেখ হাসিনাকে বহনকারী গাড়িটি তদন্তকারীদের দেখতে না দেয়ার পেছনে রহস্য লুকানো আছে। রিজভী বলেন, ২০০৮ সালের ১১ জুন বর্তমান আইজিপি ও তৎকালীন সিআইডির অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারীর তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায় হরকাতুল জিহাদ, মুফতি হান্নানই এর পরিকল্পনাকারী, মাওলানা তাজউদ্দিন গ্রেনেড সরবারহকারী আর হামলার পরিকল্পনা হয় ১৯ আগস্ট। জাবেদ পাটোয়ারীর তদন্ত প্রতিবেদনে কোথাও তারেক রহমান বা বিএনপির নাম নেই। তাহলে নিজেদের আইজিপির প্রতিবেদনকেও অগ্রাহ্য করা দুরভিসন্ধিমূলক। সংবাদ সম্মেলনে শুক্রবার লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলীর বাড়িতে এবং ছাত্র দলের সহ-সভাপতি মামুনুর রশীদ মামুনের নোয়াখালীর চাটখিলের বাড়িতে পুলিশি তল্লাশি ও ভাংচুরের নিন্দা জানানো হয়। এ ছাড়া নোয়াখালীর বিএনপি নেতা নাসিরউদ্দিন বকশী, দেওয়ান শামসুল আরেফিন শামীম, কাজল হোসেন ও রবিন শেখ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক এম এ হান্নান, ঢাকার দোহার উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদকে গ্রেফতারের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করা হয়। রিজভী বলেন, আমরা প্রথম থেকেই দেখছি আওয়ামী লীগ ২১ আগস্ট বোমা হামলা মামলা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত রাজনীতি করছে।
×