ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকাবাসীকে কৃতজ্ঞতা ডিএমপি কমিশনারের

প্রকাশিত: ০৪:২৭, ২৬ আগস্ট ২০১৮

 ঢাকাবাসীকে কৃতজ্ঞতা ডিএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-আজহা নির্বিঘ্নে উদযাপন করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার ডিএমপি মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের এক বার্তায় এ কৃতজ্ঞতা জানানো হয়। ডিএমপি কমিশনার জানান, ধর্মপ্রাণ মুসলমানগণ নাড়ির টানে অধিকাংশই ঢাকা ছেড়েছেন। ফাঁকা ঢাকার এ সুযোগটা কাজে লাগায় অসৎ লোকেরা। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলায় তাদের অপরাধ সংঘটন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ডিএমপি দাবি করে, কোন ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হওয়ার খবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আসেনি। ঢাকা মহানগরীতে গরুর হাট, বিপণি বিতান, বাস, লঞ্চ টার্মিনালকেন্দ্রিক কোন অপরাধ সংঘটনের তথ্যও পাওয়া যায়নি। সব মিলিয়ে ঈদ-উল আজহার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন মহানগরবাসী। আনন্দ উৎসবের মধ্য দিয়ে পরিপূর্ণ নিরাপত্তায় ঈদের সব কার্যক্রম সমাপ্ত করার জন্য ডিএমপি কমিশনার মহানগরবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
×