ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধা জহুরুল হত্যার বিচার হয়নি দেড় যুগেও

প্রকাশিত: ০৪:২৬, ২৬ আগস্ট ২০১৮

  ফটিকছড়িতে মুক্তিযোদ্ধা  জহুরুল হত্যার বিচার হয়নি দেড় যুগেও

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৫ আগস্ট ॥ চট্টগ্রামের ফটিকছড়ির মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি জহুরুল হক চৌধুরীকে হত্যার দেড় যুগ পেরিয়ে গেলেও বিচার হয়নি বলে দাবি পরিবারের। ২০০১ সালের ২৪ আগস্ট মধ্যরাতে তার বাড়িতে ঢুকে জামায়াত-শিবিরের দুর্বুত্তরা গুলি করে তাকে হত্যা করে। জহুরুল হকের হত্যার পর ফটিকছড়ি থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন নিহতের ছোট ভাই এ্যাডভোকেট খায়রুল হক চৌধুরী। শনিবার ছিল মুক্তিযোদ্ধা জহুরুল হক চৌধুরীর ১৭তম মুত্যুবার্ষিকী। প্রতি বছরের মতো নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এদিকে, দীর্ঘ ১০ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতা থাকার পরেও মুক্তিযোদ্ধা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জহুরুল হক চৌধুরীর হত্যাকা-ের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী, পরিবারবর্গ এবং আওয়ামী লীগ নেতৃবুন্দ। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা জানান, মুক্তিযোদ্ধা জহুরুল হক হত্যার দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেছে, মুত্যু দিবস আসলে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের সীমাবদ্ধ থাকছে জহুরুল হকের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। আমরা দ্রুত সময়ের মধ্যে কাক্সিক্ষত বিচার প্রত্যাশা করছি। নিহত জহরুল হকের ছেলে মজিবুল হক জানিয়েছেন, ২০০১ সালের ২৪ আগস্ট রাত সাড়ে তিনটার সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে হত্যা করে তার বাবাকে। হত্যার পর আমার চাচা একটি হত্যা মামলা দায়ের করলেও এখনও পর্যন্ত মামলার কোন অগ্রগতি হয়নি। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা হলে তারা আশ্বাস দিয়েছেন জহুরুল হক হত্যার দ্রুত বিচার করা হবে।
×