ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রথম জাপানী নারী...

প্রকাশিত: ০৪:২৩, ২৬ আগস্ট ২০১৮

  প্রথম জাপানী নারী...

নারী যে পুরুষের চেয়ে কোন অংশেই কম নয় তা যুদ্ধবিমান চালিয়ে অনেক আগেই প্রমাণ করেছেন বিভিন্ন দেশের নারীরা। এবার সে পথে হেঁটেই দৃষ্টান্ত স্থাপন করলেন জাপানের মিসা মাৎসুশিমাও। সাংবাদিকদের মিসা বলেন, প্রথম নারী (যুদ্ধবিমান) পাইলট হিসেবে আমি অন্যদের জন্য আকাশ ছোঁয়ার দ্বার খুলে দেব। জাপানী বিমান বাহিনীতে ১৯৯৩ সাল থেকে নারীদের নিয়োগ দেয়া হলেও যুদ্ধবিমান ও নজরদারি বিমান চালানো নিষিদ্ধ ছিল –সিএনএন
×