ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরিয়ার সংবিধান বিষয়ক কমিশনের বৈঠকে রাশিয়াসহ তিন দেশ আমন্ত্রিত

প্রকাশিত: ০৪:২৩, ২৬ আগস্ট ২০১৮

  সিরিয়ার সংবিধান বিষয়ক কমিশনের বৈঠকে রাশিয়াসহ তিন দেশ আমন্ত্রিত

জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টেফান ডি মিস্তুরা জেনেভায় সিরিয়ার সংবিধান প্রণয়ন বিষয়ক কমিশনের আসন্ন বৈঠকে অংশগ্রহণের জন্য ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, আগামী মাসে অনুষ্ঠেয় এ বৈঠকের উদ্দেশ্য হবে সিরিয়ার জন্য একটি নয়া সংবিধান প্রণয়নের কাজ শুরু করা। খবর ওয়েবসাইট। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর এ বৈঠক হতে পারে। ডি মিস্তুরা বলেছেন, তিনি আগামী মাসের প্রথমদিকে জেনেভায় ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে সিরিয়ার সংবিধান প্রণয়নের বিষয়ে আলাদা বৈঠকে মিলিত হবেন। তিনি বলেন, সিরিয়ার জন্য নয়া সংবিধান প্রণয়নের বিষয়ে এই তিন দেশের সঙ্গে এর আগে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। সিরিয়া সরকার কমিশনের বৈঠকে পাঠানোর জন্য ইতোমধ্যে সিরীয় প্রতিনিধিদের নাম ঘোষণা করেছে।
×