ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জার্মানিতে মুসলমানদের ওপর হামলার ঘটনা কমেছে

প্রকাশিত: ০৪:২২, ২৬ আগস্ট ২০১৮

 জার্মানিতে মুসলমানদের  ওপর হামলার ঘটনা কমেছে

জার্মানিতে এ বছর মসজিদ ও মুসলিমদের ওপর হামলার ঘটনা কমেছে। তবে সমাজে মুসলমানদের আত্মীকরণে ব্যর্থতার বিষয়ে সতর্ক করেছেন পার্লামেন্ট সদস্যরা। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের প্রথম ছয় মাসে মসজিদ, ইসলাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মুসলমানদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনা ঘটেছে ৩২০টি। ২০১৭ সালের একই সময়ে এ ধরনের ঘটনা ঘটেছিল প্রায় ৫০০। খবর ওয়েবসাইট। এসব ঘটনার মধ্যে মৌখিক ও শারীরিক আক্রমণ থেকে শুরু করে চিঠি পাঠিয়ে হুমকি ও সম্পদ বিনষ্টের মতো বিষয় রয়েছে। মুসলমানদের ওপর হামলা নিয়ে সরকারী এই তথ্য উঠে এসেছে পার্লামেন্টে প্রশ্নোত্তরে। ডানপন্থী উগ্রবাদীরাই এসব হামলা চালিয়ে থাকতে পারে বলে নয়ে অসনাব্রুকার সাইটুং পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে। জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগের লেফট পার্টির সদস্য উলা ইয়েলপকে বলেন, হামলার সংখ্যা কমাটা উন্নতির লক্ষণ হলেও তাতে আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই।
×