ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীন-তাইওয়ান সম্পর্কে অবনতি ॥ বেজিংকে দায়ী করল ওয়াশিংটন

প্রকাশিত: ০৪:২২, ২৬ আগস্ট ২০১৮

 চীন-তাইওয়ান  সম্পর্কে অবনতি ॥ বেজিংকে দায়ী করল  ওয়াশিংটন

তাইওয়ান-চীন সম্পর্ক অস্থিতিশীল করে তোলার জন্য যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার চীনকে দায়ী করেছে। বেজিংয়ের পক্ষে অবস্থান নিয়ে তাইপের সঙ্গে এল সালভাদর কূটনৈতিক সম্পর্কের অবসান ঘটাবে চলতি সপ্তাহে এমন ঘোষণা দেয়ার পরে ওয়াশিংটন ‘তাইওয়ান-চীন সম্পর্ক’ অস্থিতিশীল করে তোলার জন্য বেজিংকে অভিযুক্ত করল। খবর এএফপি’র। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘তাইওয়ান-চীন সম্পর্ক অস্থিতিশীল করার এবং পশ্চিম গোলার্ধে রাজনৈতিক হস্তক্ষেপের চীনা নীতির বিরোধিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।’ মঙ্গলবারের ঘোষণার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে আরও বলা হয়, ‘এই সিদ্ধান্ত কেবলমাত্র এল সালভাদরকে ক্ষতিগ্রস্ত করবে না এটি পুরো আমেরিকা অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে। এর ফলে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক পুনর্মূল্যায়নের কথা পুনর্ব্যক্ত করে।
×