ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদিতে মানবাধিকার কর্মীদের বিচার ॥ ট্রুডোর উদ্বেগ

প্রকাশিত: ০৪:২১, ২৬ আগস্ট ২০১৮

 সৌদিতে মানবাধিকার কর্মীদের বিচার ॥ ট্রুডোর উদ্বেগ

সৌদি আরবে মানবাধিকার কর্মীদের মৃত্যুদ-ের মুখোমুখি করার রিপোর্টে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছেন। -খবর এএফপি’র। সৌদি আরবের মানবাধিকার লংঘনের ঘটনার সমালোচনা করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অচালবস্থার সূত্রপাত হয়। তবে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, কানাডা সৌদি আরবের সঙ্গে ‘কূটনৈতিক যোগাযোগ রক্ষা’ করে চলবে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, আদালতে সরকার পক্ষ প্রথমবারের মতো এক নারীসহ পাঁচ মানবাধিকার কর্মীর মৃত্যুদন্ড প্রার্থনা করে। সুন্নি শাসিত সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশটি মূলত শিয়া সংখ্যাগরিষ্ঠ এলাকা। অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে এই গণবিক্ষোভে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, মৃত্যুদন্ডের রায় ভিন্নভাবে কণ্ঠরোধ করার একটি কৌশল। ব্রিটিশ কলম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, আমি মনে করি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক থাকা জরুরী।
×