ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি ছাড়াল

প্রকাশিত: ০৪:১৭, ২৬ আগস্ট ২০১৮

  চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি ছাড়াল

বিশাল জনসংখ্যার দেশ চীন। ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বিশাল। চায়না ইন্টারনেট নেওয়ার্ক ইনফরমেশন সেন্টারের প্রকাশিত একটি রিপোর্টে দেখা গেছে, দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি ২০ লাখ। এর মধ্যে এ বছরের প্রথম ছয় মাসে ব্যবহারকারী বেড়েছে ২৯.৬৮ মিলিয়ন। রিপোর্টে বলা হয়েছে, প্রথমবারের মতো চীনে ইন্টারনেট ব্যবহারকারী নাগরিকের সংখ্যা ৮০ কোটির মাইলফলকে পৌঁছেছে। যা জাপান, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ব্যবহারকারী সম্মিলিত জনসংখ্যার তুলনায় অনেক বেশি। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩২ কোটি ৫০ লাখ, যার মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি। চীনে শতকরা ৯৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে, যার মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭৮৮ মিলিয়ন। সরকারের তথাকথিত সেন্সরশিপ নীতির কারণে নাগরিকরা স্থানীয় এ্যাপগুলো ব্যবহারে বাধ্য। -অর্থনৈতিক রিপোর্টার
×