ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রত্যাশার চেয়েও বেশি প্রবৃদ্ধি জার্মানির

প্রকাশিত: ০৪:১৬, ২৬ আগস্ট ২০১৮

 প্রত্যাশার চেয়েও বেশি প্রবৃদ্ধি জার্মানির

অর্থনৈতিক রিপোর্টার ॥ বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ইউরোজোনের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির। এপ্রিল থেকে জুন নাগাদ দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে অস্থিতিশীলতার পরও এসময়টায় বেড়েছে ভোক্তা খরচ। পাশাপাশি বেড়েছে আমদানি-রফতানিও। অথচ বছরের দ্বিতীয় প্রান্তিকেই প্রকট হয়েছে যুক্তরাষ্ট্র ইউরোজোনের বাণিজ্যিক সম্পর্ক। সরকারি পূর্বাভাস বলছে, চলতি বছরের জন্য ২ দশমিক ৩ এবং ২০১৯ সালের জন্য ২ দশমিক ১ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে দেশটির।
×