ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাঙ্গন আতঙ্কে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আসবাব সরিয়ে নেয়া হচ্ছে

প্রকাশিত: ০৪:১২, ২৬ আগস্ট ২০১৮

  ভাঙ্গন আতঙ্কে নড়িয়া  স্বাস্থ্য কমপ্লেক্সের আসবাব সরিয়ে নেয়া হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৫ আগস্ট ॥ নড়িয়ায় পদ্মার ভাঙ্গন ভয়াবহ রূপ ধারণ করেছে। শনিবার ভোর থেকে বিকেল পর্যন্ত নড়িয়া উপজেলা সদরের মূলফৎগঞ্জ বাজারের ২০টি দোকানঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের অর্ধশত পাকা-কাঁচা ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মূলফৎগঞ্জ বাজারের পশ্চিম পাশে প্রায় কোটি টাকায় নির্মিত ঐতিহ্যবাহী গাজী-কালু ভবনসহ সাধুর বাজার, কেদারপুর, বাঁশতলা, চরজুজিরা, সেহের আলী মাদবর কান্দি নদী গর্ভে বিলীন হয়েছে কিছু দিন আগে। ভাঙ্গন আতঙ্কে মূলফৎগঞ্জে অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসবাবপত্রসহ বিভিন্ন যন্ত্রপাতি ও অন্যান্য জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। এদিকে ভাঙ্গনের হুমকিতে রয়েছে মূলফৎগঞ্জ বাজার, মূলফৎগঞ্জ মাদ্রাসা, নড়িয়া বাজার, নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়, নড়িয়া পৌরসভা, চন্ডিপুর বাজার, সুরেশ্বর বাজারসহ আশপাশের শত শত বসতভিটা। এসব এলাকায় ১৪টি ব্যাংক, বীমা, খাদ্যগুদাম ও এনজিও অফিসসহ প্রায় ২০ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান পদ্মার ভাঙ্গনের হুমকিতে রয়েছে। এসব এলাকায় ভাঙন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে পদ্মা পাড়ের মানুষ। নিজেদের ঘরবাড়ি ভেঙ্গে আশ্রয়ের সন্ধানে ছুটছে মানুষ। ভাঙ্গন আতঙ্কে পদ্মা পাড়ের লোকজন নিজেরাই তাদের সাজানো ঘরবাড়ি ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিচ্ছে। ভাঙ্গনকবলিত এলাকার সহস্রাধিক লোক তাদের বসতঘর সরিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এদিকে ভাঙ্গন কবলিতদের কান্নায় ভারি হচ্ছে এলাকা। প্রতিদিন ভিড় করছে হাজারও মানুষ। খোলা আকাশের নিচে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে ভাঙ্গন কবলিতরা। অনেকেই আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।
×