ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বয়স ফাঁকা রেখে ৭০ বাল্যবিয়ে রেজিস্ট্রি

প্রকাশিত: ০৪:১০, ২৬ আগস্ট ২০১৮

 বয়স ফাঁকা রেখে ৭০ বাল্যবিয়ে রেজিস্ট্রি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বাল্যবিয়ে রেজিস্ট্রি করায় কাজীর নিকাহ রেজিস্ট্রি বই জব্দ করে ইউএনও পেলেন চোখ কপালে ওঠার মতো ঘটনা। রেজিস্ট্রি বইয়ে বিয়ে রেজিস্ট্রির তথ্য থাকলেও নেই বর ও কনের বয়স। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে কাজীর এক হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও। উপজেলা নিবাহী কর্মকর্তা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে খবর আসে পৌর এলাকার ভাসানীর বাসার এলাকার নুরল ইসলামের ১০ শ্রেণী পড়ুয়া মেয়ের বিয়ে হচ্ছে। রাতে সেখানে গিয়ে দেখা যায় কাজী রিয়াজুল ইসলামের সাফ কাজী আমজাদ হোসেন বিয়ে রেজিস্ট্রি করেছেন। এ সময় বিয়ে স্থগিত করে কাজীর নিকাহ রেজিস্ট্রি বই জব্দ করে নিয়ে যান তিনি। পরে শনিবার দুপুরে কাজীকে ডাকা হয় তার কার্যালয়ে। ইউএনও জানান, রেজিস্ট্রি বইটিতে দেখা যায় প্রায় ৭০টি বিয়ে রেজিস্ট্রি করা হয়েছে ২০১৬ সালে। কিন্তু একটিতেও কনের বয়স লেখা হয়নি। বহু স্থানে ঠিকানা লেখা হয়নি। ধারণা করা হচ্ছে বয়স কম থাকায় এসব বিয়ে রেজিস্ট্রির সময় বয়স ওঠানো হয়নি। পরে ক্ষমা চায় কাজী রিয়াজুল ইসলাম। এ ধরনের কাজ করবেন না বলেও তিনি প্রতিশ্রুতি দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক হাজার টাকা জরিমানা করা হয়।
×