ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ ॥ পোস্টমাস্টার নিহত, আহত ৩০

প্রকাশিত: ০৪:০৯, ২৬ আগস্ট ২০১৮

 সুনামগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ ॥ পোস্টমাস্টার  নিহত, আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৫ আগস্ট ॥ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে অটোরিক্সার ভাড়া কম দেয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক পোস্টমাস্টার নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। শনিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারের উত্তরে শিবপুর ও রাজনপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় দোহালিয়া বাজার থেকে শিবপুর গ্রামের জনৈক ব্যক্তি একটি ছাগল নিয়ে রাজনপুর গ্রামের আলীরাজের অটোরিক্সা করে বঙ্গবন্ধু বাজারে যান। গন্তব্যস্থলে যাওয়ার চালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে তর্কাতর্কি হয়। এর এক পর্যায়ে চালক আলীরাজকে লাঞ্ছিত করেন শিবপুর গ্রামের লোকজন। এ খবর রাজনপুর গ্রামে পৌঁছলে গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে শনিবার সকাল ১০টার দিকে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে বঙ্গবন্ধু বাজার সংলগ্ন উত্তরের মাঠে সংঘর্ষে জড়ান। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর উভয় গ্রামের ১৫ জনকে আটক করেছে পুলিশ। . জামালপুরে কৃষক নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, ইসলামপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আনসারী আলী সরদার নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালমারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালমারা গ্রামের কৃষক আনসার আলী সরদারদের সঙ্গে প্রতিবেশী কমলদের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কমলদের লোকজন আনসার আলী সরদারকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা সোয়া ৩টার দিকে হাসপাতাল গেটেই তিনি মারা যান। পরে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হন। পুলিশ শাকিল ও রোকন নামের দুই যুবককে আটক করেছে। . হবিগঞ্জে আহত ২০ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, পূর্ব বিরোধের জের ধরে শনিবার দুপুরে উপজেলা লাখাইয়ের পল্লী ফুলবাড়িয়ায় খসরু-রফিক গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে আহত হয় ২০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×