ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি

প্রকাশিত: ০৪:০৮, ২৬ আগস্ট ২০১৮

ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি

বাবুল সরদার, বাগেরহাট ॥ ওয়ার্ল্ড হেরিটেজ সাইড সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জীব-বৈচিত্র্যের আঁধার। সুন্দরবন শুধু দেশের নয়, বিশ্বের দর্শনীয় স্থানগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবসহ ছুটির দিনগুলোতে অনেক বেশি দেশী-বিদেশী প্রতিবেশ-পর্যটকরা ছুটে আসে সুন্দরবনে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রেটি দূরত্বের দিক দিয়ে লোকালয়ের সবচেয়ে কাছের ও দর্শনীয় হওয়াতে সাধারণত প্রতিবেশ-পর্যটকের ভিড় সারা বছর লেগেই থাকে। করমজল পর্যটন কেন্দ্রের ফুট টেইলার, সুউচ্চ ওয়াচ টাওয়ার, লবণ পানির কুমির, মায়া ও চিত্রল হরিণ, বানর ও বিলুপ্তপ্রায় কচ্ছপ বাটারগুল বাচকাসহ বিভিন্ন পশু-পাখি এবং প্রাকৃতিক সৌন্দর্যে দেখে আনন্দ উপভোগ করে থাকেন প্রতিবেশ-পর্যটকরা। করমজল ছাড়াও হাড়বাড়িয়া, হিরণপয়েন্ট, কটকা ও কচিখালী পর্যটন কেন্দ্রগুলোতেও এবারের ঈদের ছুটিতে পর্যটকদের উপস্থিতি বিগত সময়ের তুলনায় কয়েক গুণ বেড়েছে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে শনিবার দুপুরে কথা হয়, চট্টগ্রামের পটিয়া থেকে রবিউল ইসলাম ও সিলেটের গোয়াইনঘাটের মাসুদ রহমানের সঙ্গে। তারা পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবনের বন্যপ্রাণীসহ প্রাকৃতিক সৌন্দর্যে দেখে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সুন্দরবন দেখতে আসা সার্থক হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের প্রতিবেশ-পর্যটন কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক বাথরুম-টয়লেটসহ নদী থেকে ওঠানামার পাকা জেটিসহ অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও জানান।
×