ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়ির বালিগাঁও আড়িয়ল সড়ক বেহাল

প্রকাশিত: ০৪:০৬, ২৬ আগস্ট ২০১৮

 টঙ্গীবাড়ির বালিগাঁও আড়িয়ল সড়ক বেহাল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজার-আড়িয়ল বাজার সড়কে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বেশ কয়েকটি পয়েন্টে সড়কের মাটি ধসে পড়েছে এবং খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কে যানবাহন চলাচল করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এদিকে, সড়কের এমন বেহাল অবস্থার কারণে দুর্ভোগের কবলে পড়েছেন বালিগাঁও এবং আড়িয়ল ইউনিয়নের হাজারো মানুষ। স্থানীয়রা বেহাল এই সড়ক সংস্কারের জোর দাবি জানিয়ে আসছেন। ইতোমধ্যে তারা একাধিকবার ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারপরও সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন জানান, সড়কটি মেরামতের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। আড়িয়ল ইউনিয়নের চেয়ারম্যান দীন ইসলাম জানান, গুরুত্বপূর্ণ এই সড়কের বালিগাঁও অংশে খানাখন্দের কারণে যাতায়াতের সমস্যা হচ্ছে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান-সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে।
×