ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় কেন্দ্রীয় মসজিদের জমিতে অবৈধ দোকান উচ্ছেদ

প্রকাশিত: ০৪:০১, ২৬ আগস্ট ২০১৮

 বগুড়ায় কেন্দ্রীয় মসজিদের জমিতে অবৈধ দোকান উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া কেন্দ্রীয় মসজিদের প্রাচীর ভেঙ্গে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ শনিবার বিকেলে অভিযান চালিয়েছে। এ সময় অবৈধভাবে নির্মাণের চেষ্টাকালে ৮টি নির্মিতব্য দোকান ঘর উচ্ছেদ করা হয়। অভিযোগ রয়েছে একটি মহল জোরপূর্বক সেখানে দোকানঘরগুলো নির্মাণ করছিল। দোকানঘর নির্মাণ নিয়ে কেন্দ্রীয় মসজিদ এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি করেছিল। বগুড়া কেন্দ্রীয় মসজিদটি নিউমার্কেট এলাকায় অবস্থিত। ওয়াকফ সম্পত্তিতে নির্মিত এই মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযোগ উঠেছে সুযোগসন্ধানী একটি গ্রুপ আহ্বায়ক কমিটি গঠনের নামে মসজিদের সম্পত্তি নিজেদের দখলে আনার চেষ্টা করে। সম্প্রতি তারা মসজিদের পশ্চিম পার্শ্বের সীমানা প্রাচীরের স্থলে দোকানঘর নির্মাণের ঘোষণা দেয়। এতে মুসল্লিসহ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেখা দিলে চলতি মাসে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দেয়া হয়। এতে বলা হয়, একটি কুচক্রী ও কিছু দখলদার মসজিদের সৌন্দর্যক্ষুণ্ণ করে দোকান ঘর নির্মাণের চেষ্টা করছে। জেলা প্রশাসক পদাধিকার বলে কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতির দায়িত্বে থাকেন। এ পরিস্থিতিতে মসজিদের আহ্বায়ক কমিটির দাবিদার পক্ষ শনিবার সকাল থেকে সীমানা প্রাচীরের একাংশ ভেঙ্গে মসজিদের মেহেরাব সংলগ্ন স্থানে ৮টি দোকানঘর নির্মাণ শুরু করে। দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন খবর পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডলের নেতৃত্বে বগুড়া সদর থানা পুলিশ সেখানে অভিযান শুরু করে। এ সময় অবৈধ ভাবে নির্মিতব্য দোকানঘরগুলো ভেঙ্গে উচ্ছেদ করা হয়।
×