ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চামড়ার নির্ধারিত দাম দেয়া হবে : বিটিএ

প্রকাশিত: ০২:৩৯, ২৫ আগস্ট ২০১৮

চামড়ার নির্ধারিত দাম দেয়া হবে  : বিটিএ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মৌসুমী চামড়া ব্যবসায়ীদের যারা এখনও চামড়া বিক্রি করতে পারেননি, তাদের লোকসানের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ট্যানারি এ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ। তিনি বলেন, যারা মৌসুমী চামড়া ব্যবসায়ী, তারা যদি চামড়াকে সঠিকভাবে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করেন, তাহলে সেটি দুই থেকে তিন মাস পর্যন্ত ভালো রাখা সম্ভব। এ সময়ের মধ্যে আমাদের ট্যানারির প্রতিনিধিরা সেগুলো ন্যায্য দাম দিয়ে কিনে নেবে। এজন্য তারা যেন তাড়াহুড়ো না করে,তা সে অনুরোধ করছি। শনিবার রাজধানীর জিগাতলায় বাংলাদেশ ট্যানারি এ্যাসোসিয়েশনের আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, চামড়া সংগ্রহে আমাদের এ বছরের লক্ষ্যমাত্রা পূরণ হবে।
×