ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেবাচিমে দেবরের দুই ছেলের হাতে চাচী নির্যাতন

প্রকাশিত: ২৩:৫৪, ২৫ আগস্ট ২০১৮

শেবাচিমে দেবরের দুই ছেলের হাতে চাচী নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ দেবরের দুই ছেলে আরাফাতা ইসলাম বাবু ও মনিরুল ইসলাম বরকতের নৃশংসতায় সাজেদা বেগম (৪৫) শঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাম হাতের আঙুল বিচ্ছিন্নের শঙ্কায় পড়েছেন। পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের এঘটনাটি সেখানে সর্বত্র আলোচিত হচ্ছে। ২৩ আগস্ট বিকেলে সাজেদার ওপর নির্দয় স্টাইলে নির্যাতন চালানো হয়। দেবরপুত্রদ্বয়ের হামলা মারধরের শিকার স্বামী ইব্রাহিম খলিলকে বাচাতে গিয়ে সাজেদা নৃশংসার শিকার হয়েছেন। জমিতে জোর করে হালচাষ করতে গেলে বাধা দেয় ইব্রাহিম খলিল। তার ওপর হামলে পড়ে ছোট ভাইয়ের দুই ছেলে আরাফাত ও মনিরুল। স্বামীকে রক্ষায় সাজেদা এগিয়ে এলে প্রথমে তাকে ট্যানা-হ্যাচড়া করে জোর করে ঝাপটে ধরে দুই দেবরপুত্র। নির্দয় অমানুষরূপী আরাফাত ও মনিরুল চাচী সাজেদার বাম হাত হালচাষ করার পাওয়ার টিলারের ফিতার নিচে ঢুকিয়ে মেশিন চালু করে দেয়। কোনমতে হাত বাচাতে পারলেও বৃদ্ধাঙ্গুল আটকে যায়। প্রচন্ড ক্ষত নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়। পরে শঙ্কটাপন্ন অবস্থায় বরিশাল শোচিমে পাঠানো হয়েছে। চিকিৎসক শঙ্কর কুমার পাল জানান, আহত রোগী এমনিতেই নানা জটিলতায় ভুগছেন। হাতের একটি আঙুলের জয়েন্ট বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ তিনি পাননি। পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×