ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে জনমনে সংশয় ॥ রিজভী

প্রকাশিত: ২১:৩৮, ২৫ আগস্ট ২০১৮

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে জনমনে সংশয় ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য শুনে মনে হয় ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় প্রভাবিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। তিনি বলেন, ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টের মামলার রায় হলে বিএনপি সঙ্কটে পড়বে। সেপ্টেম্বরে এ রায় হবে। কাদের সাহেব আদালতের এ বিষয়টি কিভাবে জানলেন? তার বক্তব্যে পরিষ্কার যে, তারা নীল নকশা অনুযায়ী ২১আগস্টের বোমা হামলার রায় নিয়ে আগাম কাজ করছেন। রিজভী বলেন, সামনে হয়তো আরও নতুন নতুন ষড়যন্ত্র করবে সরকার। তবে যতই ষড়ষন্ত্র আর মহাপরিকল্পনা করুক তাদের পতন ঠেকানো যাবে না। সরকার পতনের ভূমিকম্প শুরু হয়েছে। তিনি বলেন, সরকারি দলের নেতাদের বক্তব্য শুনে মনে হয় ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় একটি ফরমায়েশি রায় হতে যাচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আতাউর রহমান ঢালী, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।
×