ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৮:০৩, ২৫ আগস্ট ২০১৮

টুকরো খবর

বঙ্গবন্ধুর স্মরণসভা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার গাঁওদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বঙ্গবন্ধুর স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। পরে দুপুরে সাধারণের মাঝে গণখাদ্য বিতরণ করা হয়। গাঁওদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ উদ্যোগের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফ্তা ইয়াসমিন এমিলি। গাঁওদিয়া ইউপির আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এতে আরও অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারি, লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মেহেদী হাসান বেপারি, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এসএম শাহজাহান, গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন মিলন সিকদার, সাধারণ সম্পাদক এইচ এম আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ খান সেন্টু, শেখ মামুন, সঞ্জয়, মোঃ শামীম, সোহাগ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক রাজীব, সাধারণ সম্পাদক শেখ শাওনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। . সাভারে ২৫০ ভরি সোনা লুট নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ আগস্ট ॥ সাভারে দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা এ সময় দুটি স্বর্ণের দোকান থেকে প্রায় আড়াই শ’ ভরির স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায়। শুক্রবার ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের দোতলায় পিংকী জুয়েলার্স ও দি বিশখা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ভোরে মার্কেটের দোতলার টয়লেটের ভেনটিলেটার ভেঙ্গে একদল দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। এরপর তারা পিংকী জুয়েলার্সের কলাপসিবল গেট ভেঙ্গে দোকানের ভেতর প্রবেশ করে এবং সিন্ধুক ভেঙ্গে প্রায় ১৫০ ভরির স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা লুট করে। . মাগুরা নিজস্ব সংবাদাতা মাগুরা থেকে জানান, শুক্রবার রাত ১টার দিকে মাগুরা শহরের সিদ্দিকীয় মার্কেটের কামরুল সাইকেল স্টোর নামে এক দোকানের নৈশপ্রহরীকে আহত করে নগদ টাকা ও ইজিবাইকের ব্যাটারিসহ ১৩ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বত্তরা। আহত নৈশপ্রহরী বাকুকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। . হবিগঞ্জে ওয়াহিদ হত্যার প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৪ আগস্ট ॥ ‘আমার বাবা কবরে-সন্ত্রাসীরা কেন বাহিরে’ শরীরে ধারণ করা নিজ সন্তানের এমন ফরিয়াদ নিয়েই ওয়াহিদ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন করেছে ক্ষুব্ধ জনতা। ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী বাজারে সকাল ১০টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন নিহতের স্ত্রী-শিশুসন্তান ও আত্মীয়-স্বজনসহ আশপাশ এলাকার গ্রাম থেকে শত শত শিশু-নারী-পুরুষ। এ সময় ওয়াহিদের ছয় বছরের শিশু সন্তান মিনহা তার শরীরের বহন করছিল একটি হাতে লেখা ফেস্টুন। তাতে লেখা ছিল ‘আমার বাবা কবরে-সন্ত্রাসীরা কেন বাহিরে-বিচার চাই’। এমন ফরিয়াদ দেখে অংশ নেয়া ছোট-বড় সকল মানুষের চোখে তখন পানি ঝরছিল আর সন্ত্রাসীদের গ্রেফতার ও ফাঁসি চাই স্লোগানে প্রকম্পিত হচ্ছিল। . শীতলক্ষ্যায় আরও একটি ঘাটে ফেরি চলাচল শুরু স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরী ও বন্দরবাসীর দীর্ঘদিনের দাবির মুখে শীতলক্ষ্যা নদীতে আরও একটি ঘাটে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। ঈদের আগের দিন মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানকিভাবে বন্দর উপজেলার ময়মনসিংহ পট্টি খেয়াঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এই ফেরি নগরীর ৫নং খেয়াঘাট ও বন্দরের ময়মনসিংহ পট্টি খেয়াঘাটে চলাচল করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সড়ক ও জনপথ বিভগের নারায়ণগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন, জেলা জতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম প্রমুখ। . বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের পাইকারটারী ডাঙ্গাপাড়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে আতিয়ার রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঈদের দিন বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের নিপুছা মামুদের ছেলে। জানা যায়, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইকারটারী ডাঙ্গাপাড়া গ্রামের বৃদ্ধ আতিয়ার রহমান নিজবাড়ির ছিড়েপড়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। . ভালুকায় চার ছিনতাইকারী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৪ আগস্ট ॥ ভালুকা মডেল থানার খিরু সেতুর দক্ষিণ পাশে গরু বোঝাই গাড়িতে ছিনতাই করার অভিযোগে ৪ ছিনতাইকারীকে আটক করে ছিনতাইকৃত ৪০ হাজার টাকা ও ৪টি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ । পুলিশ তিনজনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সোয়া ৪টার সময়। জানা যায়, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার লাল হোসেনের ছেলে মৌসুমী গরু ব্যবসায়ী রফিকুল ইসলামসহ আরও ৪ জন ১৯টি কোরবানির গরু নিয়ে গাবতলী হাটে যান। সেই হাটে ১৫টি গরু বিক্রি করেন। . শ্রীনগরে সাপের কামড়ে দুজনের মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে সাপের কামড়ে হেলেনা বেগম (৩৩) ও সজিব মিয়ার (১৪) মৃত্যু হয়েছে। ঈদের দিন এবং ঈদের পরের দিন পৃথক ঘটনায় এই মৃত্যু হয়। বৃহস্পতিবার ঈদের পরের দিন সন্ধ্যায় উপজেলার গাদিঘাট গ্রামের হেলেনা বেগমকে রান্না ঘরে কাজ করার সময় বিষধর সাপে পায়ে কামড় দেয়। বাড়ির লোকজন দ্রুত আক্রান্ত স্থানের উপরে রশি দিয়ে বেঁধে ফেলে। এ সময় স্থানীয় এক ওঝা এসে তাকে ঝাড়ফুঁক করার সময় পায়ের বাঁধন খুলে দেয়। এতে হেলেনা বেগমের স্বাস্থ্যের অবনতি ঘটে। দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হেলেনা বেগম ৩ সন্তানের জননী। সে শহিদুল তালুকদারের স্ত্রী। অন্যদিকে উপজেলার আলমপুর গ্রামে সজিব মিয়াকে সোফার নিচ থেকে সাপে কামড় দেয়। তাকে ঢাকা মিটফোর্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। সজিব আলমপুর হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। . ধর্ষককে ছেড়ে দেয়ার অভিযোগ নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৪ আগস্ট ॥ মির্জাগঞ্জে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা নেয়নি সংশ্লিষ্ট থানা পুলিশ। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হলেও তাকে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে থানার ওসি ভিকটিমের পরিবারকে ধর্ষণের ঘটনায় মামলা করলে ঝামেলায় পড়ার কথা জানিয়েছেন। অভিযুক্তর পক্ষ নিয়ে ওসির প্রভাব বিস্তারের ঘটনা এবং সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে ভিকটিমের পরিবার। ধর্ষিতার পরিবার জানান, গত ১৫ আগস্ট বেলা ১টার দিকে তার মা-বাবা দুজনেই ধান মাড়াই করতে বাড়ির অদূরে রাস্তায় ছিলেন। এই সুযোগে দুঃসম্পর্কের চাচাত ভাই রাসেল ঘরে ঢুকে কিশোরীর মুখ চেপে তাকে ধর্ষণ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে কিশোরীর চিৎকারে চাচি মনোজা বেগম এগিয়ে এলে ধর্ষক রাসেল পালিয়ে যায়। . ফরিদপুরে আহত যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ আগস্ট ॥ পিটুনিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ওই যুবক। গত বুধবার তাকে কে বা কারা এনে ওই হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়।ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার সরকার বলেন, ওই ব্যক্তির মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
×