ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় ১৩ বস্তা চালসহ ইউপি মেম্বার আটক

প্রকাশিত: ০৭:৫৩, ২৫ আগস্ট ২০১৮

 সাতক্ষীরায় ১৩ বস্তা  চালসহ  ইউপি  মেম্বার আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফ’র ১৩ বস্তা চালসহ ইউপি মেম্বার রেজাউল ইসলামকে আটক করেছে টাস্কফোর্সের একটি দল। মঙ্গলবার ঈদের আগের দিন রাতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বারকে তার নিজ বাড়ি মাছখোলা থেকে আটক করা হয়। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ও জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ ও ম্যাজিস্ট্রেটের অভিযানের সময় তিনি একটি ধানের গোলার মধ্যে লুকিয়ে ছিলেন। সাতক্ষীরা সদর থানা পুলিশ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতার হোসেনের নেতৃত্বে টাস্কর্ফোসের একটি দল ১৩ বস্তা ভিজিএফ’র চালসহ রেজাউল ইসলামকে আটক করে। এ বিষয়ে সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) মোঃ আকতার হোসেন জানান, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারী চাল আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
×