ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে কোরবানির পশু জবাইকে কেন্দ্র করে হামলায় নিহত এক

প্রকাশিত: ০৭:৫২, ২৫ আগস্ট ২০১৮

 বরিশালে কোরবানির পশু জবাইকে কেন্দ্র করে হামলায় নিহত এক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার রতনপুর এলাকায় কোরবানির পশু জবাইকে কেন্দ্র করে হামলায় অলিল ঘরামী (৪০) নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। হামলার ঘটনা ঘটেছে ঈদের দিন (২২ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে নিহত অলিল ঘরামীর বাড়ির সামনে। নিহত অলিল ঘারমী ওই গ্রামের মজিদ ঘরামীর পুত্র। নিহতের ভাই রিপন ঘরামী জানান, জমিজমা নিয়ে একই বাড়ির শাহ আলম ঘরামী গংদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। ঈদের নামাজ শেষে অলিল ঘরামী বাড়িতে প্রবেশের সময় দেখতে পান তাদের ব্যবহৃত ঘাটলার সামনে শাহ আলম ঘরামী পশু কোরবানির প্রস্তুতি নিচ্ছেন। এ সময় সে (অলিল) শাহ আলম ঘরামী ও তার লোকজনকে অন্যত্র কোরবানির পশু জবাই দেয়ার জন্য বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিত-ার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজনে পশু জবাই করার ধারালো চাক্কু দিয়ে অলিল ঘরমীকে কুপিয়ে খুন করেন। খবর পেয়ে অলিল ঘরামীকে উদ্ধার করতে এগিয়ে এসে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন হুমায়ুন ঘরামী, কামাল হোসেন, মোঃ মাসুদ, শাহিদ হোসেন ও আলমগীর হোসেন। অলিল আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×