ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকেটসহ আটক দুই

প্রকাশিত: ০৭:৫০, ২৫ আগস্ট ২০১৮

   রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকেটসহ আটক দুই

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী-ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের বিপুল পরিমাণ ফিরতি টিকেটসহ সুজন ও রায়হান নামের দুই কালোবাজারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজশাহী-ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দু’জনের কাছে মোট ১২৭টি ফিরতি টিকেট জব্দ করা হয়। এ সময় পাবনার চাটমোহর থানা পুলিশ রায়হান ও সুজনকে আটক করে। আন্তঃনগর ধূমকেতু ট্রেনের ক্লিনারের মাধ্যমে টিকেটগুলো চাটমোহর স্টেশনে হস্তান্তরের সময় পুলিশ তাদের আটক করে বলে জানা গেছে। চাটমোহর রেল স্টেশনের এক কর্মচারী জানান, আটককৃতদের কাছ থেকে ১২৭টি টিকেট জব্দ করা হয়েছে। এসব টিকেটের মধ্যে ৯২টি শোভন চেয়ারের ও ৩৫ এসি চেয়ারের টিকেট ছিল। তবে চাটমোহর থানার ওসি বদরুদ্দোজা জানান তিনি ৯২টি শোভন চেয়ারের টিকেট জব্দ করেছেন। চাটমোহর থানার ওসি বদরুদ্দোজা জানান, রাজশাহী বিভাগীয় (পাকশী) রেলওয়ে ম্যানেজার (ডিসিও) আনোয়ারের মাধ্যমে তারা বেশি টাকা দিয়ে টিকেটগুলো কিনেছিলেন। টিকেটগুলো রাজশাহী রেলওয়ে স্টেশনের সার্ভার থেকে সংগ্রহ করা হয়েছিল। রাজশহী রেলওয়ে স্টেশনের একজন বুকিং সহকারী জানান, ঈদের তিনদিন আগে ডিসিও দুইশটি টিকেট কেটে ঈশ্বরদী নিয়ে গেছেন। যা রেলের ইতিহাসে বিরল ঘটনা। প্রসঙ্গত, যাত্রার ৯ দিন আগে অগ্রীম টিকেট দেয়া হলেও লাইনে দাঁড়িয়ে টিকেট পাননি যাত্রীরা। ফিরতি টিকেট ছাড়ার ৩০ মিনিটেই উধাও হয়ে যায় সব টিকেট। পরে মাইকিং করে জানানো হয় টিকেট শেষ হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলের সব টিকেট নিয়ন্ত্রণ করেন পাকশী জোনের ডিসিও আনোয়ার হোসেন। তবে এ বিষয়ে যোগাযোগ করেও ডিসিও আনোয়ার হোসেনকে পাওয়া যায়নি। . ঈশ্বরদী স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, ঈশ্বরদী-ঢাকা রুটের চাটমোহর স্টেশন এলাকা থেকে ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের শোভন শ্রেণীর ৯২ টিকেটসহ দু’কালোবাজারীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো রেলবাজার কুমিরদিয়ার এলাকার রফিকুল ইসলামের ছেলে সুজন ও একই এলাকার বুদুর ছেলে রায়হান। রেলের টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান সিএনএসের কতিপয় অসাধু সদস্যের সঙ্গে আঁতাত করে দীর্ঘদিন থেকে টিকিট কালোবাজারী ব্যবসা চলছিল। সংবাদ পেয়ে চাটমোহর থানা পুলিশ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে চাটমোহর স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
×