ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলা ॥ আহত ১০

প্রকাশিত: ০৭:৪৯, ২৫ আগস্ট ২০১৮

 বরিশালে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে  হামলা ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল ৪ আসনের সাবেক সাংসদ ও বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদের বাসভবনের সামনে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা জানান, সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদের ঈদ পুনর্মিলনী শুভেচ্ছা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় এমপি পঙ্কজ নাথের অনুসারী স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা। কয়েক দফা হামলায় বিএনপির কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত চর একরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কানন তালুকদার, জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান গাজী, গবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান মাঝি, মেহেন্দিগঞ্জ পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন গাজী, জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সবুজ, চর গোপালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন হাওলাদার, চরগোপালপুর ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদ হোসেন, চর একরিয়া ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম গোলদারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। হামলার ঘটনায় সাবেক সাংসদ মেজবা উদ্দিন ফরহাদ অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ঈদ শুভেচ্ছা অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে যাওয়ার পথে সংসদ সদস্য পঙ্কজ নাথের সহযোগীরা প্রশাসনের ছত্রছায়ায় ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেছে। . রূপগঞ্জে পুলিশী বাধায় পণ্ড নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর বাড়িতে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পুলিশী বাধায় প- হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে পুলিশের দাবি, এখানে বিএনপি তিন ভাগে বিভক্ত। নিজেদের কোন্দলের কারণে নিজেরাই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশী বাধায় অনুষ্ঠান প- হয় বলে আয়োজকরা দাবি করেছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু জানান, বাপ-দাদার আমল থেকে তাদের বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সেখানের মেজবানিতে ১৫ থেকে ২০ হাজার লোকের সমাগম ঘটে। প্রতি বছরের মতো এবারও তার পরিবারের পক্ষ থেকে গোলাকান্দাইল হাটসংলগ্ন কাচারির বাড়িতে তিনি শুক্রবার দুপুরে এ আয়োজন করেছেন। এখানে বিএনপি নেতাকর্মীসহ সব শ্রেণী-পেশার মানুষকে দাওয়াত করা হয়েছিল। মেজবানির খাবারের সব কিছু প্রস্তুত করছিল আয়োজকরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভূলতা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর এইচএম জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেন। এতে আয়োজন করা মাংস, কাঁচা বাজারসহ ক্রয়কৃত মালামাল নষ্ট হয়েছে। এ বিষয়ে ইন্সপেক্টর এইচএম জসিম উদ্দিন জানান, রূপগঞ্জে বিএনপি তিন ভাগে বিভক্ত। যে কোন সময় দুই পক্ষ ওই অনুষ্ঠানে ঝামেলার সৃষ্টি করতে পারে। নিজেদের কোন্দলের কারণে নিজেরাই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন।
×