ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র এখনও চলছে ॥ আমু

প্রকাশিত: ০৭:৪৯, ২৫ আগস্ট ২০১৮

 আওয়ামী লীগকে  নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র এখনও চলছে ॥ আমু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৪ আগস্ট ॥ শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এম.পি বলেছেন, জোট সরকারের আমলে ১৯৭৫ পরবর্তী আওয়ামী লীগ কে আবারও নিশ্চিহ্ন করার জন্য বিএনপি ও জামায়াত জোট গ্রেনেড হামলা চালিয়েছিল। এদিন সৃষ্টি কর্তার অসীম কৃপায় শেখ হাসিনা রক্ষা পেলেও অনেক নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার সেই ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই ধরনের আগামী দিনেও ষড়যন্ত্র মোকাবেলা করে বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে। তিনি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা আওয়ামী লীগ আয়োজিত ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এই সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালেহ উদ্দিন সালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক মোবারক হোসেন মল্লিক, শহর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদার, কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান রসুল অতিথি ছিলেন।
×